শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন
নতুন বাজারের মুদি দোকানি হামিদুর রহমান তার মটর সাইকেল নিয়ে দাঁড়ানো বিএম কলেজের সামনে, হঠাৎ-ই রিকশার জোরালো ধাক্কায় পরে যায় রাস্তায়। জানা যায় রিকশার গতি বেশি ছিলো তাই ব্রেকে কাজ করেনি। এমন ঘটনা ঘটছে অহরহ।
কারন প্যাডেল চালিত রিকশায় মটর লাগিয়ে চালানো হচ্ছে এতে করে অনেকটা ঝুকিপূর্ণ এই যানটিতে ঘটছে অহরহ দুর্ঘটনা। বরিশাল নগরীতে কয়েক হাজার ব্যাটারি চালিত রিকশায় সৃষ্টি করছে যানজটও। প্যাডেল চালিত রিকশায় মটর লাগিয়ে গতি বাড়ালেও নিরাপদ নয় যানটি।
দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায় ব্যাটারি চালিত রিকাশার বডি অনেকটা ভারী ও মজবুত যে কারনে গতি ও কন্ট্রোল ঠিক থাকে। আর বরিশালে প্যাডেল চালিত রিকশায় মটর লাগানো। যার বডি নরবরে তাই ঘটছে দুর্ঘটনা।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি ট্রাফিক মো জাকির হোসেন মজুমদার বলেন, এটা খুবই ঝুকিপূর্ণ একটি যান। বরিশাল মেট্রোপলিটন এলাকায় চলাচল সম্পুর্ণ ভাবে বন্ধ করা হবে।