সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১১ গ্রামের ১৫ হাজার মানুষ উদযাপন করছে আগাম ঈদ পটুয়াখালীতে আজ ৩৫টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন পালিত হচ্ছে কলাপাড়ায় ৩৪টি এসএসসি ব্যাচের ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৫’ অনুষ্ঠিত কলাপাড়া পৌর নির্বাচন।।মেয়র পদে নির্বাচন করতে তৎপর নান্নু মুন্সী কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম জিয়ার রোগমুক্তির জন্য ইফতার কলাপাড়া সাংবাদিক ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান কুয়াকাটায় ১০ দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপি সভাপতির দুই ছেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতার পদ স্থগিত বাউফলে থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত এক খেয়া পারাপারে মাসে অতিরিক্ত হাতিয়ে নেয় ৭৫ হাজার টাকা।। আওয়ামীলীগ’র সিস্টেমই সচল কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি।।অস্ত্রের মুখে নগদ টাকা স্বর্ণালংকার সহ ২৫ লাখ টাকার মালামাল লুট কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান আটক কলাপাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশি তাপসের গানে সানি লিওনের নাচ (ভিডিও)

বাংলাদেশি তাপসের গানে সানি লিওনের নাচ (ভিডিও)

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ভারতের সানসিটি মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী কৌশিক হোসেন তাপসকে নিয়ে ‘লাভলি এ্যাক্সিডেন্ট’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছে। গতকাল ১৭ ডিসেম্বর সোমবার মুম্বাই সময় রাত ৮টায় ভিডিওটি প্রকাশ করা হয়। জি মিউজিকের ব্যানারে সানসিটি মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট প্রা. লি. এর পরিচালক ড্যানিয়েল ওয়েবারের এটি প্রথম হিন্দি মিউজিক ভিডিও। ভিডিওতে সঙ্গীতশিল্পী হিসেবে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কৌশিক হোসেন তাপস এবং বলিউড সেনসেশন সানি লিওন। অর্ধ-শতাধিক নৃত্যশিল্পী নিয়ে ব্যয়বহুল এই মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বিষ্ণু দেব। শ্লোকের কথায় জ্যাম এইটের জন্য যৌথভাবে গানটির সংগীতায়োজন করেছেন কৌশিক, আকাশ ও গাড্ডু (কেএজি)। গানটিতে তাপসের সহশিল্পী ছিলেন হারজত কর। আর ভিডিওটি পরিচালনা করেছেন সানি রজনী। মিউজিক ভিডিওটি সম্পর্কে সানসিটি মিডিয়ার ড্যানিয়েল ওয়েবার বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশী আইকন তাপসের সঙ্গে সানি লিওনের জুটি দু’দেশের দর্শকদেরকে মাঝেই দারুণ চমক সৃষ্টি করবে। হিন্দি ভাষাভাষী না হয়েও তাপসের দারুণ গায়কী সত্যিই প্রশংসার দাবি রাখে।’ কৌশিক হোসেন তাপস বলেন, তিনি ড্যানিয়েলের আমন্ত্রণ পেয়ে আনন্দিত। বিশেষ করে সানি লিয়নের সঙ্গে যৌথভাবে এই কাজটি তার কাছে দারুণ উৎসাহজনক মনে হয়েছে। তিনি বিশ্বাস করেন, এই অসাধারণ ভাবনাটির বাস্তবায়ন করা একমাত্র ড্যানিয়েলের পক্ষেই সম্ভব। কারণ তিনি নিজেও একজন মিউজিশিয়ান। তাপস আরও বলেন, মিউজিক ভিডিওটিতে সানি লিওনের অসাধারণ পারফরমেন্সে এই চমৎকার কম্পোজিশনটির যথার্থ মূল্যায়ন করতে সক্ষম হয়েছে। সানি লিওন বলেন, ‘তাপস প্রতিটি ক্ষেত্রেই একজন পূর্ণাঙ্গ পেশাদারিত্বসম্পন্ন মানুষ। বিশেষ করে মিউজিককে তিনি ধারণ করেন দারুণভাবে। তিনি জানেন কোনটি শুনতে ভাল শোনায় এবং সৃজনশীলতার প্রয়োজনে কোন বিষয়টিকে বেছে নিতে হয়; যেটি ছিল কোনও শিল্পীর সাথে আমার জন্য কাজ করার শ্রেষ্ঠ অনুপ্রেরণা এবং দারুণ অনভূতি। তার সীমাহীন অভিজ্ঞতা রয়েছে যার পরিচয় পাব এই কাজটিতে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই কাজটিতে আমাদের বিপরীতধর্মী দু’জন শিল্পীকে দারুণ সৃজনশীলতায় উপস্থাপন করা হয়েছে। তিনি বলএন, একদিকে আমার নৃত্য প্রদর্শন, অন্যদিকে, যেহেতু তাপস নৃত্যশিল্পী নন, তাই বিভিন্ন দৃশ্যের মাধ্যমে তার সংগীতের মেধাকে তুলে ধরা প্রয়োজন ছিল। দুটোই আমাদের জন্য একই সাথে উৎসাহব্যঞ্জক ও চ্যালেঞ্জিং; যেটি আমরা সফলতার সাথে সম্পন্ন করেছি। ফলে এটি এখন অ্যামেজিং কম্পোজিশন ও অসাধারণ একটি ভিডিও।’ উল্লেখ্য, ‘লাভলী অ্যাক্সিডেন্ট’ মিউজিক ভিডিওটির প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে উপস্থিত ছিলেন গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD