বুধবার, ১৪ মে ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
বরিশালের উজিরপুরে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিদ্যুতের খুঁটি থেকে ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকিয়া বেগম নামে নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে গুঠিয়া ইউনিয়নের বান্না গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাকিয়া বেগম একই গ্রামের মো: রুহুল আমীন মিয়ার স্ত্রী।
নিহতর স্বামীর রুহুল আমীন জানান, দুপুর থেকে জাকিয়াকে ঘরের পাওয়া যাচ্ছিলো না। বিকেল তিনটার দিকে বাড়ীর পাশ পল্লী বিদুতের ছেড়া তারের সাথে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে পাশ্ববর্তী বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের এই তারটি কয়েকদিন আগেই ছিড়ে রাস্তার পাশে পড়ে ছিলো। বিষয়টি পল্লী বিদ্যুৎ কতৃপক্ষকে জানানো হলেও তারা সেটি সংস্কারের উদ্যোগ নেয়নি।