সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
বরিশালের হিজলা উপজেলায় এক শিশুকে হত্যার পর সুপারি গাছের বাকল দিয়ে গলায় বেঁধে গাছে ঝুলিয়ে রাখা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ|হত্যার কারন জানাতে পারে নি কেউ।
সোমবার রাতে ওই উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউনতলা গ্রামের একটি বাগান থেকে আরাফাত বালী নামে সাড়ে ৬ বছর বয়সের ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আরাফাত ওই গ্রামের আব্দুর রব বালীর ছেলে।
পুলিশ জানান, আরাফাতের বাড়ি সংলগ্ন একটি বাগানে পাতা কুড়াতে যায় স্থানীয় এক নারী। এ সময় একটি কাঠাল গাছের সাথে সুপারীর বাকল দিয়ে গলায় ফাঁস লাগানো (বাঁধা) আরাফাতের মরদেহ ঝুলতে দেখে সে ডাক-চিৎকার দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। বিবস্ত্র ঝুলন্ত শিশুটির সারা শরীরে এবং মুখমন্ডলে কাঁদা মাখা ছিলো।
মরদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল মঙ্গলবার বরিশাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, শিশু আরাফাতের হত্যাকারীকে দ্রুত সনাক্ত করে গ্রেফতারের জন্য হিজলা থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।