সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
করোনা ভাইরাসের প্রভাবে বিচ্ছিন্ন উপজেলা রাঙ্গাবালীতে কর্মহীন অর্ধশত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।
রোববার (১০ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে শারীরিকক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
৭ পদাতিক ডিভিশন শেখ হাসিনা সেনানিবাসের নিজস্ব উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ৫০টি কর্মহীন পরিবারের মধ্যে এ ত্রাণ সহায়তা তুলে দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।