উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে গৃহবধূকে কু-প্রস্তাবের প্রতিবাদ করায় ব্যবসায়ীকে কুপিয়ে যখমের ঘটনায় থানায় মামলা করায় গভীর রাতে বসতবাড়ীর রান্না ঘরে আগুন দিয়ে ভস্মিভুত করেছে আসামী পক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।
বাদীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের ব্যবসায়ী মোঃ হাসান হাওলাদারের বসতবাড়ী সম্পূর্ণ পুড়ে ফেলার উদ্দেশ্যে ৮ মে গভীর রাতে রান্না ঘরে আগুন ধরিয়ে দিয়েছে মামলার আসামী একই গ্রামের মৃত আঃ গনির ছেলে লম্পট মাইনুল ইসলাম (৩৫), মৃত আঃ কাদের খানের ছেলে সন্ত্রাসী মোঃ ইউসুফ হোসেন খান (৪৫), মনির খান(৩৫), আনছার খান (৩৭), মোঃ মিলন খান (৩৯)। রাত ২ টায় পার্শ্ববর্তী বাড়ীর লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাকচিৎকার করলে পরিবারের সদস্যরা ঘুম থেকে জেগে উঠে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে রান্না ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়।
মামলার বাদী মোঃ সেলিম হাওলাদার ও তার শ্যালক ভুক্তভোগী মোঃ হাসান হাওলাদার জানায়, সেলিম হাওলাদারের শ্যালক ব্যবসায়ী হাসান হাওলাদারের ভাড়াটিয়া গৃহবধূ সীমা বেগমকে মাইনুল ইসলাম বিভিন্ন সময় কু প্রস্তাব দিয়ে আসছিল। এ ঘটনা ৪ মে দুপুরে ওই গৃহবধূ বিষয়টি হাসান ও সেলিমের কাছে জানালে খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক ভাবে সন্ত্রাসী মাইনুল ইসলামসহ উল্লেখ্যরা এবং অজ্ঞাত ৪/৫জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে ঘটনাস্থল বসতবাড়িতে ঢুকে ব্যবসায়ী হাসানকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করেছে এবং স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। সে ঘটনায় তার দুলাভাই সেলিম হাওলাদার বাদী হয়ে অভিযুক্ত নিদ্রিস্ট ৭ জনসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে ওই রাতে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা করায় ওই সন্ত্রাসীরা বাদী সেলিম হাওলাদার ও প্রতিবাদী ব্যবসায়ী হাসানের পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। বাদী সেলিম হাওলাদার জানান আমার শ্যালককে কুপিয়ে যখম করায় সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই সুযোগে ওই সন্ত্রাসীরা বসতবাড়ী পুড়ে ফেলার উদ্দেশ্যে গভীর রাতে রান্না ঘরে আগুন দিয়েছে।
ভুক্তভোগী পরিবার আরো জানান ওই সন্ত্রাসীরা এলাকায় মাদক, জুয়া, নারী কেলেংকারী সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে। এমনকী ইতিপূর্বেও জুয়ার প্রতিবাদ করায় দু’জনকে পিটিয়ে আহত করেছে ঐ সন্ত্রাসীরা। তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষ।
মাইনুল বাহিনী এলাকায় যেন মূর্তীয়মান আতঙ্ক। এছাড়াও উভয় পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের মামলা চলমান রয়েছে। ওই নারীলোভী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার ।