রবিবার, ১১ মে ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স:শেরপুরে মানসিক ভারসাম্য এক অসুস্থ স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে।
বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার জঙ্গলদি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ ঘাতক স্বামী আবুল কাশেমকে (৫২) আটক করেছে।
পুলিশ জানায়, আবুল কাশেম ঢাকায় ফেরি করে কাঁচামাল বিক্রি করতেন। ভাল না লাগায় প্রায় এক বছর আগে তিনি বাড়িতে চলে আসেন। চলে আসার পর থেকে কোনো কাজ না করে ঘরে বসে বসে খেতেন। এক পর্যায়ে তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। মাঝে মধ্যেই স্ত্রী রোকেয়া বেগম কাঞ্চনের (৪০) সঙ্গে তার ঝগড়া হত। কিছুদিন আগে তাকে জামালপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়। করোনা শুরু হলে চিকিৎসকরা তাকে বাড়িতে পাঠিয়ে দেন। বুধবার সেহেরির সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। এসময় উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে কাশেম স্ত্রী কাঞ্চনকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে রওনা হলে পথে ফুলপুর উপজেলায় পৌঁছলে কাঞ্চন মারা যান।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত তর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘাতক আবুল কাশেমকে আটক করেছে। ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।