রবিবার, ১১ মে ২০২৫, ১২:০০ অপরাহ্ন
বরিশালের মুলাদীতে গাছচাপায় মকিম খান (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ গাছুয়া গ্রামের মুজাম্মেল পাইকের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মকিম খান উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসেনাবাদ গ্রামের কাদের খানের ছেলে।
মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান, মকিম খান চুক্তিতে গাছ কাটতে গিয়ে পুকুরের মধ্যে গাছের চাপা পড়ে মারা যান। নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হয়েছে।