বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ : বরিশালে যথাযোগ্য মর্যাদায়পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শুক্রবার(১৪ ডিসেম্বর) সকাল সাতটা থেকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতিফলকেপুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিকসামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ৯ টায় জেলা আওয়ামীলীগের সভাপতি ওপার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাতআব্দুল্লাহ নিজ দলের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রসেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সিটি করপোরেশনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন।
পুষ্পমাল্য অর্পন শেষে মেয়র তার এক প্রতিক্রিয়ায়বলেন, উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে দেশে এখনো নানাভাবে ষড়যন্ত্র চলছে।যাতে মানুষ শান্তিতে বসবাস না করতে পারে সেই চেষ্টা চলছে। এদেরকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতেহবে। এছাড়া এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় বরিশাল শাখা, বরিশাল পলিটেকনিকইনস্টিটিউট, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, শিক্ষক সমিতি, গণতান্ত্রিক বামমোর্চা, ছাত্র ইউনিয়ন অন্যান্যের মধ্যে পুস্পমাল্য অর্পণ করেন।