শনিবার, ১০ মে ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
বরিশালের মেহেন্দিগঞ্জের এক বাসিন্দা করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর পর তার লাশ রেখে পালিয়েছে স্বজনরা। পরে জানাযা শেষে পুলিশের উদ্যেগেই লাশ দাফন করা হয়েছে।
রোববার মেহেন্দিগঞ্জের উলানিয়ার লালকুঞ্জ এলাকার পশ্চিম সুলতানীর আব্দুল সর্দারের ছেলে নিজাম (৩২) করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।
এরপরেই তার স্বজনরা নিজামের মৃতদের রেখে পালিয়ে যায়।
জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার কর্মকর্তারা নিজামের মৃতদেহ সোমবার জানাযা শেষে দাফন কার্য সম্পন্ন করেছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খানের নির্দেশনায় ও কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই আরাফাত হাসান ও মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এই কাজ সম্পাদন করেন।
মৃত নিজামের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন।