শনিবার, ১০ মে ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
পটুয়াখালী জেলার বাউফল পৌরশহরের ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল।
মেয়রের ব্যক্তিগত অর্থায়নে শুক্রবার সকাল ১০টায় পৌরসভা কার্যালয়ের সামনে সামজিক দূরত্ব বজায় রেখে তৃতীয় ধাপে এ খাদ্য সহায়তা দেয়া হয়।
ওই সময় মেয়র জিয়াউল হক জুয়েল সরকারের নির্দেশ মেনে চলার জন্য নাগরিকদের আহবান জানান।
বলেন, যারা খাদ্য সহায়তা সশরীরে এসে নিতে লজ্জা পাবেন- তারা আমার মোবাইল ফোনে অবহিত করুন। তাদের বাড়ি গিয়ে গোপনে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।