শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪:বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ওফেন্সিডিলসহ ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহষ্পতিবার (১৩ ডিসেম্বর) রাতে নগরের রুপাতলিও গীর্জা মহল্লা এলাকায় পৃথক এ দুটি অভিযান চালানো হয়। এরমধ্যে ডিবির এসআইহেলালুজ্জামান তার সঙ্গীয় টিমসহ নগরের রুপাতলী বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে মোঃ সোহাগসিকদার (৩২), মোঃ আল-মামুন মৃধা (২৫), মোঃ মিজান হাওলাদার (২২) কে আটক করে। যাদেরকাছ থেকে ৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে ডিবির এসআই দেলোয়ার নগরের গীর্জামহল্লা এলাকার লাকি গার্মেন্টস নামের পোশাকের দোকানে অভিযান চালিয়ে এর মালিক খালিদহাসান হিরু (৩৫)কে ১০ বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিলসহ আটক করেন। পাশাপাশি ওইসময় আরো ১৮ টি ফেন্সিডিলের খালি বোতলওউদ্ধার করা হয়। উভয় ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।