রবিবার, ০৬ Jul ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
ত্রাণের চাল আত্মসাতের দায়ে বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার লিপি বেগমকে ১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। লিপি বেগম একই ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের সভাপতি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জিআর প্রকল্পের চাল দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ না করে লিপি বেগম আত্মসাত করেছেন। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বাউফলের সহকারি কমিশনার (ভূমি) আনিছুর রহমান বালি বুধবার অভিযান চালিয়ে লিপি বেগমের বাসা থেকে ৫ বস্তা ত্রাণের চাল উদ্ধার করেন।
পরে চাল আত্মসাতের দায়ে লিপি বেগমকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
আরও পড়ুন>>>বাউফলে সরকারি চাল আটকের ঘটনায় তোলপাড়।