শনিবার, ১০ মে ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
বরিশালে বাকেরগঞ্জে ও উজিরপুরে পৃথক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাসহ দুই নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্যে বরিশাল জেলার বাকেরগঞ্জে পানিতে ডুবে মাসুমা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) দুপুরে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা দুধল মৌ গ্রামে বাড়ীর পুকুরে পড়ে তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, বুধবার দুপুরে পরিবারের সকলের কাজের ফাঁকে মাসুমা বেগম গোসল করতে গিয়ে পুকুরে পড়ে যায়। পড়ে তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজা-খুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা৷ সেখানের কর্তব্যরত চিকিৎসক মৌয়ুরী আক্তার মাসুমা বেগম কে মৃত বলে ঘোষনা করেন।
এদিকে বরিশালের উজিরপুরে ব্যাটারী চালিত ভ্যানগাড়ীতে ওড়না পেঁচিয়ে সীমা আক্তার রিতা নামে এক প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) দুপুর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তাঁর মৃত্যু হয়। নিহত রিতা, গৌরনদী উপজেলার চাঁদশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম খানের মেয়ে। তাঁর বাড়ি উজিরপুর পৌরসভার ৯ ওয়ার্ড পরম্বান্দসাহা গ্রামে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মৃত রিতার পিতা মোঃ শহীদুল ইসলাম খান জানান, বুধবার দুপুরে ভ্যানগাড়ী যোগে বরিশাল থেকে উজিরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয় রিতা। পথিমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার মেজর এম এ জলিল (দোয়ারিকা-শিকারপুর) ব্রীজের ঢালে নামার সময় ভ্যান গাড়ীতে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সড়কে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায় রিতা। পড়ে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে রিতা মারা যায়৷