পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস আতংকে ঘর থেকে বের হতে না পারা অসহায় দিনমজুর খেঁটে খাওয়া বেশ কিছু পরিবারের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করেন এসএসসি অদম্য-৯৭ ব্যাচের সদস্যরা।
সোমবার (৬ই এপ্রিল) সকাল ১১ টায় কলাপাড়া শহরের সদর রোড নুতন লঞ্চঘাট সংলগ্ন অদম্য-৯৭ ব্যাচের অফিসের সামনে এ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন
কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু শিকদার, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি সাইফুল ইসলাম রয়েল সহ কলাপাড়া উপজেলা ১৯৯৭ সনের এসএসসি অদম্য-৯৭ সদস্যরা।
এ সময় অদম্য-৯৭ ব্যাচের সদস্যরা জানান, আজকে ৭০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতেছি আগামীকাল ১৬ বেদে পরিবার সহ পর্যায়ক্রমে ১৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে ভবিষ্যতে প্রয়োজনে আরও বৃদ্ধি করব ইনশাআল্লাহ।