পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রমের উদ্ভোধন হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মাঠে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সম্প্রতি করােনা ভাইরাস সংক্রমণ রােধকল্পে উদ্ভূত পরিস্থিতির কারণে সৃষ্ট কর্মহীন মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘােষিত বিশেষ ওএমএস কার্যক্রমের আওতায় পটুয়াখালী জেলায় খােলাবাজারে দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, নৌ শ্রমিক, জেলে, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে, তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়সহ অন্যান্য সকল কর্মহীন মানুষের নিকট প্রতি কেজি ১০/- টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন সম্পন্ন হয়।চাল বিক্রি কার্যক্রম অনুষ্ঠানে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন, জেলা খাদ্য কর্মকর্তা বিএম শফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক উপস্থিত সকলকে নিজ নিজ বাড়িতে অবস্থান করার মাধ্যমে করোনা সংক্রমণ প্রতিরোধে সহায়তা করার আহবান জানান। পটুয়াখালী জেলায় বিশেষ ওএমএস কার্যক্রমের আওতায় খােলাবাজারে প্রতি কেজি ১০/- টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সরকার পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় ২২৫ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ১৮ হাজার ৮০টি পরিবারের মাঝে ১০ টাকা করে প্রতি মাসে সর্বোচ্চ ৩০ কেজি করে চাল সরবরাহ করবে।