শনিবার, ১০ মে ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
বরিশাল হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে নদী তীরের মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। এসময় দুইজনকে এক লাখ পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (০৩ এপ্রিল) হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানাগেছে, ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালীন সময়ে নদীর তীরে মাটি কাটা অবস্থায় মোঃ সবুজ (৩০) ও মোঃ মোক্তার হোসেন (৩৫) কে পাওয়া যায়।
এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোঃ সবুজকে ৫০ হাজার ও মোঃ মোক্তার হোসেনকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন হিজলা থানা ও হিজলা কোস্ট গার্ডের সদস্যবৃন্দ।