শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
করোনা ভাইরাসের সংক্রামন রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দেশের মানুষ। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন চলাচল। এতে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, শ্রমিক, রিক্সাচলকসহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যরা। ফলে খাদ্যের সংকটও দেখা দিয়েছে তাদের।
এ অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়থেকে দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা করা হচ্ছে।
এরকমই বরিশাল জেলার বাকেরগেঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার সাঈদ তার ব্যক্তিগত বেতনের টাকায় খাদ্য সামগ্রী কিনে দুস্থ ও অসহায় ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন।
ঢাক-ঢোল পিটিয়ে কিংবা প্রচারের জন্য ব্যস্ত না হয়ে তিনদিন ধরে এ সহায়তা নিজে সাধারণ খেটেখাওয়া মানুষদের বাড়িতে গিয়ে বুঝিয়ে দিচ্ছেন। আর এ কাজে তাকে সহকর্মীরাও সহায়তা করছেন। যেখানে প্রথম দিনে তিনি প্রতি প্যাকেজে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি রোসুন, ১ কেজি লবন, আড়াইশত গ্রাম মুড়ি, আধাকেজি হুইল পাউডার, ১টি কাপর ধোয়ার ও ১ টি হাত ধোয়ার সাবান দেয়া হয়। এরপরের দিন থেকে শুধু চালের পরিমানটা কমিয়ে ৫ কেজিতে নামিয়ে আনেন তিনি।
তার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই অসহায়দের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার কথা জানিয়েছেন, ব্যক্তি উদ্যোগে তারাও খাদ্য সহায়তা প্রদানে আগ্রহী হয়ে উঠেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার সাঈদ বলেন, গত শনিবার থেকে এ সহায়তা বরিশালের বাকেরগঞ্জ, বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বেশ কিছু পরিবারকে দিয়েছি। এটা সম্পূর্ণ আমার বেতনের টাকায় করছি এবং নিজে গিয়ে দেয়ার চেষ্টা করছি।
নিজের সামর্থ অনুযায়ী এ খাদ্য সহায়তা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আমরা যারা একটু ভালো অবস্থানে আছি, তাদের উচিত অসহায়-দুস্থদের পাশে দাড়ানো। সবাই মিলে সৎভাবে ভালো থাকতে পারলেই সমাজ, জাতি ও দেশ ভালো থাকবে।