শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
বরিশাল রিপোর্টার্স ইউনিটির অর্ধবার্ষিক সাধারণ সভা অুনষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের নিসর্গ এন্টাটেইনমেন্ট জোনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের প্রয়াত বিশিষ্টজন, রাজনৈতিক, সাংস্কৃতিক , সাংবাদিক ও তাদের স্বজনের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সম্পাদকীয় প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের সমাধারণ সম্পাদক মিথুন সাহা।
সম্পাদকের প্রতিবেদনের উপর আলোচনা করেন আরটিভি বরিশাল ব্যুরো প্রধান আলী জসিম,বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ, সদস্য মোখলেসুর রহমান মনি ।
এছাড়াও সাধারন আলোচনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান খান স্বাপন, একাত্তর টিভির বরিশাল ব্যুরো প্রধান বিধান সরকার, সাবেক সভাপতি নজরুল বিশ্বাস, সাবেক সম্পাদক বাপ্পী মজুমদার, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক রাসেল হোসেন,সদস্য এম জুয়েল, তন্ময় তপু, অন্যান্যরা।
সাধারণ আলোচনা শেষে অর্ধবার্ষিকী সভার সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি সুশান্ত ঘোষ।