মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: বিশ্বব্যাপী করোনো আতঙ্কের কারণে যাত্রী মন্দা ও কিছু দেশের নিষেধাজ্ঞার মুখে ১০ আন্তর্জাতিক রুটে ৭৪টি ফ্লাইট কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট সংখ্যা কমিয়ে দেওয়া রুটগুলো হলো- কুয়ালালামপুর, কাঠমাণ্ডু, কলকাতা, দিল্লি, ব্যাংকক, সিঙ্গাপুর, দোহা, জেদ্দা, মদিনা ও কুয়েত।
সোমবার (৯ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিমান সূত্র জানিয়েছে, আগে অান্তর্জাতিক এসব রুটে প্রতি সপ্তাহে ১৪২টি ফ্লাইট পরিচালনা করতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট সংখ্যা কমিয়ে এখন সপ্তাহে এসব রুটে ৬৮টি ফ্লাইট চলবে।
যে যাত্রীরা ইতোপূর্বে এসব গন্তব্যের টিকিট কিনেছেন, তারা চাইলে টিকিটের বিনিময়ে টাকা ফেরত নিতে পারেন, অথবা পরিস্থিতি স্বাভাবিক হলে আসন খালি থাকা সাপেক্ষে ভ্রমণ করতে পারবেন বলে জানানো হয়েছে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন বলেন, করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। তাই বর্তমান পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।