শনিবার, ১০ মে ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
বরিশালের গৌরনদীতে চতুর্থ শ্রেনির এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে দায়ের হওয়া মামলায় এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার হারুন জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের শুক্কুর খলিফার ছেলে ও উপজেলার হোসনাবাদ বাজারের লেপ-তোষকের দোকানী।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, উপজেলার হোসনাবাদ বাজারের লেপ-তোষকের দোকানী হারুন খলিফা বুধবার বেলা আড়াইটার দিকে ওই স্কুল ছাত্রীকে তার দোকানের পিছনে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক হারুন খলিফাকে গ্রেফতার করেছে।