শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
ক্রাইমসিন২৪:
বরিশালে নগরের সিএন্ডবি রোডে অভিযান চালিয়ে ২৫ মন জাটকা জব্দ করেছে সদর নৌ থানা পুলিশ। তবে এ অভিযানের সময় জাটকা পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন জানান, রাত ১০টার দিকে নগরের সিএন্ডবি রোডের মৎস্য ভবনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় পটুয়াখালীর কুয়াকাটা থেকে ঢাকাগামী মিম-জাল নামক যাত্রীবাহি একটি বাসে তল্লাশি করে ৫টি ঝুড়িতে থাকা আনুমানিক ২৫ মন পরিমান জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকাগুলো নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশে ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোডিং ও দুস্থদের মাঝে বিতরন করা হয়েছে।