মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০১:০২ অপরাহ্ন
ক্রাইমসিন২৪:
বরিশাল নগরের ২২ নম্বর ওয়ার্ডে দুই মাথাওয়ালা বাছুর প্রসব করেছে একটি গরু। শুধু মাথা নয় বাছুরটির মোট চারটি পায়ের স্থলে ছয়টি পা এবং ১ টি লেজের স্থলে ২ টি লেজ রয়েছে।
মঙ্গলবার (০৪ ডিসেম্বর) সকালে ২২ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডস্থ ললিত দাসের পোল সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এ ঘটনা নিয়ে হইচই পড়ে গেছে। তবে গরুটিকে বাঁচাতে গিয়ে প্রসবের সময় বাছুরটির মৃত্যু হয়েছে। যা নিয়ে দুঃখ প্রকাশ করে গুরুর মালিক হানিফ গাজী বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে গুরুর লালন-পালন করে আসছি। কিন্তু এ ধরনের ঘটনা এই প্রথম।
তিনি জানান, সকালে গরুটি বাচ্চা প্রসব করতে গেলে প্রথমে বাছুরটির দুটি পা বাইরে বের হয়। যা দেখে পশু চিকিৎসকদের ডাকা হয়। তারা এসে অনেকক্ষন চেষ্টা করেও মাথা বের করতে না পেরে শঙ্কার সৃষ্টি হয়। পরে বাঁছুরটির মৃত্যু নিশ্চিত হয়ে ভিন্ন কৌশলে বাছুরটিকে বাইরে বের করে আনা হয়। এতে গরুটি বেচে গেলেও বাছুরটির মৃত্যু হয়।
তিনি বলেন, বাছুরটির সবকিছুই ঠিক ছিলো, শুধু একটির জায়গায় দুটি মাথা, সামনে দুটির জায়গায় ৪ টি পা ও একটি লেজের স্থলে দুটি লেজ পাওয়া গেছে। তিনি বলেন, গরুটি এরআগেও ২ টি বাচ্চা প্রসব করেছে, যা ভালোভাবেই বেড়ে উঠেছে। কিন্তু তৃতীয় বাচ্চাটি এভাবে মারা যাবে কেউ ভাবিনি, মৃত্যুর পরে বাছুরটি মাটি চাঁপা দিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
ছবিটি ক্যামেরা বন্দি করেন:এন আমিন রাসেল