শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
পটুয়াখালীতে নেশার টাকা না দেয়ায় মোঃ আতাউল মাতব্বর (১৬) নামে এক এসএসসি (আলিম) পরীক্ষার্থীকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। আহত আতাউল বর্তমানে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় আহত‘র পিতা রফেজ মাতব্বর বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এদিকে মামলা খবর পেয়ে আসামীরা সঙ্ঘবদ্ধ হয়ে বুধবার সন্ধ্যায় বাদীকে আটক করে মামলা উঠিয়ে নেয়া জন্য ভয়-ভীতি দেখায়। পরে অবরুদ্ধ অবস্থায় বাদীকে স্থানীয়রা উদ্ধার করে।
ভিকটিমের বড় ভাই আল-আমিন অভিযোগ করে জানায়-গত ০১ ফেব্রুয়ারী পাঙ্গাশিয়া আলিম মাদ্রাসা থেকে আলিম পরীক্ষার প্রবেশ পত্র নিয়ে নিজ গ্রামের বাড়ী সদর উপজেলার বদরে রওনা দেয় আতাউল। পথি মধ্য মোঃ ইমন সুন্সি, মোঃ রাব্বি মুন্সি, মোঃ রিহান এবং ছানিসহ কয়েক যুবক তার গতিরোধ করে মাদক সেবনের জন্য টাকা চেয়ে বসে। এসময় আতাউল টাকা দিতে অস্বীকার করলে উল্লেখিত বখাটেরা তাকে মারধোর শুরু করে। মারধোরের একপর্যায় বখাটেরা আতাউলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় বখাটেরা পাথর দিয়ে আতাউলের মাথায় প্রচন্ড আঘাত করে। পরে অজ্ঞান অবস্থায় স্থানীয় ও পরিবারের সদ্যসা উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় আতাউলের বাবা বাদী হয়ে বুধবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত অভিযোগ গ্রহন করে দুমকী থানাকে মামলা রেকর্ড করার নির্দেশ দেয়। এদিকে আদালতে মামলার পরে বাদী বাড়ী ফেরার সময় আসামী খবর পেয়ে বুধবার সন্ধ্যায় তাকে ভয়-ভীতি দেখিয়ে অবরুদ্ধ করে রাখে।
এমন খবর পেয়ে স্থানী গন্যমান্যরা বাদীকে বখাটেদেরে হাত থেকে উদ্ধার করে। ভিকটিমের বড় ভাই আল-আমিন অভিযোগ করে আরো জানায়- আসামীরা একটি সঙ্গবদ্ধ কিশোর গ্রুপে সক্রিয় হয়ে মাদক সেবন, ইভটিজিংসহ নানা অপরাধ করে আসছেন।