বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়ায় সরকারি এম বি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন কুয়াকাটায় বেড়িবাঁধ নির্মাণে সংরক্ষিত বনের বালু উত্তোলন, হুমকিতে সবুজ বেষ্টনী বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে গুমট পরিবেশ চন্দ্রদ্বীপ ইউনিয়নের রাস্তা সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এলজিইডির টিম বাউফল নারীর বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে ৮দিনের অভিযানে ১৯ জেলে আটক, প্রায় সাড়ে ৩ লক্ষ মিটার জাল জব্দ বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর প্রতিনিধি সমাবেশ কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা কুয়াকাটা পৌর বিএনপির অফিস ভাংচুর মামালায়, পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৪ জন জেল হাজতে ডাকাত বাহিনীর প্রধান ২০মামলার আসামী জুয়েল মৃধা গ্রেপ্তার  কলাপাড়ায় এইচএসসিতে মহিপুর  মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ এগিয়ে ৫ দিন পাঞ্জা লড়ে মৃ-ত্যুর কাছে হার মানলেন সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম উপকূলের শিশুদের সাঁতার প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতা মহিপুরে অর্থের অভাবে অন্ধ হতে বসেছে শিশু তাওহিদ, সাহায্যের আবেদন
তামিম-মুমিনুলের সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থানে ইস্ট জোন

তামিম-মুমিনুলের সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থানে ইস্ট জোন

Sharing is caring!

বাংলাদেশ ‍ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন শেষে তামিম ইকবালের ডাবল সেঞ্চুরি ও মুমিনুল হকের সেঞ্চুরিতে সেন্ট্রাল জোনের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে ইস্ট জোন। দিন শেষে প্রথম ইনিংসে ১৮২ রানে এগিয়ে আছে মুমিনুলের দল।
শনিবার (০১ ফেব্রুয়ারি) মিরপুরের হোম অব ক্রিকেটে দিন শেষে প্রথম ইনিংসে ইস্ট জোনের সংগ্রহ ২ উইকেটে ৩৯৫ রান। এর আগে প্রথম দিনে প্রথম ইনিংসে সেন্ট্রাল জোন ২১৩ রানে অল-আউট হয়।

বিনা উইকেটে শূন্য রান নিয়ে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করে ইস্ট জোন। উদ্বোধনী জুটিতে ৬২ রান যোগ করেন তামিম ও পিনাক ঘোষ। ২৬ রান করে আউট হন পিনাক।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে তামিম ও মুমিনুল সেন্ট্রাল জোনের বোলারদের ওপর দাপট দেখান। মধ্যাহ্ন বিরতির পর তামিম তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৬তম সেঞ্চুরি। তবে এখানেই থেমে থাকেননি তিনি। ব্যাট চালিয়ে ১৬তম সেঞ্চুরিটাকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করেন জাতীয় দলের এই ওপেনার। ২৮১ বলে ২৯টি চারে সাজানো ছিলো তামিমের এই ডাবল সেঞ্চুরি।

তামিমের ডাবল সেঞ্চুরির পরপরই প্রথম শ্রেণির ক্রিকেটে ২১তম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। এই সেঞ্চুরি করার পথে মুমিনুল ১১টি চার মারেন। অবশ্য সেঞ্চুরির পর আর ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মুমিনুল। ১১১ রান করে দলীয় ৩৫৮ রানের মাথায় মুকিদুল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান তিনি। ভাঙে তামিম-মুমিনুলের ২৯৬ রানের জুটি।

এরপর দিনের বাকিটা সময় ভালোভাবেই পার করে দেন তামিম ও ইয়াসির আলী। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে তামিম ২২২ রানে অপরাজিত আছেন। ইয়াসির ২২ রানে ক্রিজে রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD