বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ বিসিসি’র ২২নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে লিখনি বজায় রাখবে বাংলানিউজ – মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় দুই এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের শিক্ষকদের বিদায় সংবর্ধনা শিক্ষাবোর্ড কর্মচারী বড় সিরাজের দলবদল পরিক্রমা শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগ পূর্বের স্হানে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন বরিশালে ছাত্রশিবিরের “সাথী শিক্ষা বৈঠক–২০২৫” অনুষ্ঠিত অসুস্থ শ্রমিকদল নেতার পাশে দাঁড়ালেন ফয়েজ খান কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের বিএ অনার্স (২০১৯-২০) এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরিশালে কাশিপুর ও বাঘিয়ায় সক্রিয় অপরাধীরা, প্রশাসনের নজরদারী বাড়ানোর দাবিতে মানববন্ধন লক্ষ্য রাখতে হবে আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ, দাগি আসামি যাতে দলে ভিড়তে না পারে (আবদুল আউয়াল মিন্টু) কলাপাড়ায় নানা আয়োজনে রথ উৎসব অনুষ্ঠিত
বইমেলায় আসছে মোস্তফা কামালের ৪টি নতুন বই

বইমেলায় আসছে মোস্তফা কামালের ৪টি নতুন বই

Sharing is caring!

এবার একুশে বইমেলায় জনপ্রিয় কথাসাহিত্যিক মোস্তফা কামালের চারটি নতুন বই বের হচ্ছে। অনন্যা থেকে প্রকাশিত হচ্ছে ৫০টি অসাধারণ গল্পের সংকলন ‘প্রিয় পঞ্চাশ গল্প’, জীবন বদলে দেওয়া বই ‘স্বপ্নবাজ’ এবং কিশোর গোয়েন্দা উপন্যাস ‘ফটকুমামার গোয়েন্দাগিরি’।

এছাড়া পার্ল পাবলিকেশন্স নিয়ে আসছে জীবন ঘনিষ্ট উপন্যাস ‘মানবজীবন’। জননী, অগ্নিকন্যা, অগ্নিপুরুষ, অগ্নিমানুষ, জনক জননীর গল্প, পারমিতাকে শুধু বাঁচাতে চেয়েছি, হ্যালো কর্নেল -এর মতো বেশ কিছু সাড়াসাজানো উপন্যাসের লেখক মোস্তফা কামাল প্রতিবারের মতো এবারও চমক নিয়ে আসছেন বইমেলায়। বিষয় বৈচিত্র্যে বইগুলো পাঠকদের দৃষ্টি কাড়বে বলে আশা করছেন তিনি।

প্রিয় পঞ্চাশ গল্প
২৮ বছরের লেখালেখির জীবনে তিনি শতাধিক গল্প লিখেছেন। এর মধ্য থেকে বাছাই করা ৫০টি গল্পের সংকলন ‘প্রিয় পঞ্চাশ গল্প’। প্রতিটি গল্পই অসাধারণ।

তার গল্পে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, ইতিহাস, পারিবারিক টানাপড়েন, মানব মানবীর প্রেম, আর্থ-সামাজিক সংকটসহ নানা বিষয়। বইটি প্রকাশ করেছে অনন্যা। মূল্য ৬০০ টাকা।

মানবজীবন
এই দেশে এক সময় যুদ্ধ হয়েছিল। স্বাধীনতার যুদ্ধ। সেই যুদ্ধের তিন বছর পর আরেক ধরনের যুদ্ধ নেমে আসে বাঙালির জীবনে। সেই যুদ্ধের নাম দুর্ভিক্ষ। দুটো যুদ্ধই ছিল মানবসৃষ্ট। অনেক রক্তক্ষয় আর প্রাণের বিনিময়ে বিজয় আসে। কিন্তু সেই বিজয়ের সুখ থেকে বঞ্চিত হয় তারা। অপশক্তির বুটের তলায় পিষ্ট হয় গণতন্ত্র। মৃত্যু যন্ত্রণায় কাতরায় আশা আকাঙ্খা ও ভালোবাসা।

এই যুদ্ধের পেছনের যে যুদ্ধ, সেই যুদ্ধ চালিয়ে যান লেখক। কঠিন সংগ্রাম আর ঘাত-প্রতিঘাতে ক্ষতবিক্ষত হয়েও তিনি যুদ্ধের মাঠ ছাড়লেন না। ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, অন্যায়ের পর অন্যায় চলতে থাকে অবিরাম।

তবু লেখক অতন্ত্র প্রহরীর মতো সদা জাগ্রত। তিনি প্রতিনিয়ত লিখে চলেন সেই সংগ্রামের দিনলিপি। বইটি প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন্স। মূল্য ৩০০ টাকা।

স্বপ্নবাজ
‘মানুষ তার স্বপ্নের সমান বড়।’ কোনো স্বপ্নবাজ মানুষ জীবনে কখনো ব্যর্থ হয় না। স্বপ্ন বুনতে বুনতেই সে বড় হয়। স্বপ্নই তাকে নিয়ে যায় অভিষ্ট লক্ষ্যে। যে স্বপ্ন মানুষ ঘুমিয়ে দেখে সেটা কোনো স্বপ্ন নয়। যে স্বপ্ন ঘুমাতে দেয় না সেটাই প্রকৃত স্বপ্ন। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অদম্য প্রচেষ্টা চালিয়ে যেতে হয়।

‘স্বপ্নবাজ’ জীবন বদলে দেয়া এক বই। এ বইয়ে সংকলিত লেখাগুলো উদ্দীপনামূলক। এই লেখা হতাশাগ্রস্তকে আশা জাগাবে এবং আশাবাদীকে আরো বেশি উৎসাহ জোগাবে। বইটি প্রকাশ করেছে অনন্যা। মূল্য ১৭৫ টাকা।

ফটকুমামার গোয়েন্দাগিরি
সে এক রহস্যময় বাড়ি। সেই বাড়িতে বাস করতো তিনজনের একটি পরিবার। মা আর তার দুই ছেলেমেয়ে। এক অমাবস্যার রাতে বাড়ির তিন সদস্যই মর্মান্তিক খুনের শিকার হলো। কিভাবে খুন হলো! কে খুন করল! তা কেউ জানে না। বাইরের কেউ ঘরে ঢুকে যে খুন করেছে তারও কোনো আলামত পাওয়া গেলো না। তাহলে কি ভৌতিক কোনো কাণ্ড ঘটল!

সেই রহস্যময় খুনের জট খুলতে অনুসন্ধানে নামলেন ফটকুমামা। সঙ্গে তার চার কিশোর গোয়েন্দা। বইটি প্রকাশ করেছে অনন্যা। মূল্য ১৭৫ টাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD