শনিবার, ০৫ Jul ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ বিসিসি’র ২২নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে লিখনি বজায় রাখবে বাংলানিউজ – মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় দুই এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের শিক্ষকদের বিদায় সংবর্ধনা শিক্ষাবোর্ড কর্মচারী বড় সিরাজের দলবদল পরিক্রমা শের-ই বাংলা মেডিকেলের মেডিসিন বিভাগ পূর্বের স্হানে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন বরিশালে ছাত্রশিবিরের “সাথী শিক্ষা বৈঠক–২০২৫” অনুষ্ঠিত অসুস্থ শ্রমিকদল নেতার পাশে দাঁড়ালেন ফয়েজ খান কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের বিএ অনার্স (২০১৯-২০) এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরিশালে কাশিপুর ও বাঘিয়ায় সক্রিয় অপরাধীরা, প্রশাসনের নজরদারী বাড়ানোর দাবিতে মানববন্ধন
বসতভিটাসহ সর্বস্ব হারানোর শংকায় ফরিদা আক্তার

বসতভিটাসহ সর্বস্ব হারানোর শংকায় ফরিদা আক্তার

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : ভূমি অধিগ্রহন শাখার খামখেয়ালীতে সর্বস্ব হারানোর শংকায় গৃহীনি ফরিদা আক্তার। পুরনো পাকা বসতঘরকে নতুন তৈরি স্থাপনা উল্লেখ করায় সঞ্চিত সম্পদ ব্যয়ে র্নিমিত স্বপ্নের বসতভিটা বাড়ীসহ সর্বস্ব হারানোর এ শংকা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, ভ’মি অধিগ্রহন শাখায় বারবার যোগাযোগ করলেও কোন সুরহা হয়নি। মঙ্গলবার সকালে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করেন পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের গৃহীনি ফরিদা আক্তার। এসময় তার স্বামী মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ফরিদা আক্তার বলেন, তার স্বামী মজিবুর রহমান অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ২০০০ সালে অবসরের পর তিনি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করছেন। উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া মৌজার জেএল নং-৭১ এর ১৫০ ও ২১০৪ নং এসএ খতিয়ানের ১১৮৪, ১১৯৩, ১১৮৫ নং প্লটের ধানখালী ডিগ্রী কলেজের সামনে ৪৮ শতাংশ জমিতে বানিজ্যিক চিন্তায় তিনতলা পাকা স্থাপনা র্নিমান করেন। প্রকৌশলীর মাধ্যমে ০৬.৩.২০১৪ তারিখে ডিজাইন ও প্লান তৈরি করে অর্জিত সকল তহবিল বিনিয়োগ করে ২০১৪ সালের নভেম্বর মাসে স্থানীয় গনমান্যসহ জনপ্রতিনিধিদের উপস্থিতে মিলাদের মাধ্যমে বাড়ীর কাজের উদ্ভোধন করেন।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ০২/২০১৭-১৮ এলএ কেসের মাধ্যমে ওই মৌজায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর জন্য ভ’মি অধিগ্রহন করলে তার বসতবাড়ি খানা চলে যায়। এসময় অধিগ্রহন তালিকায় তার পুরনো পাকা একতলা ভবনটিকে নতুন তৈরি স্থাপনা হিসাবে উল্লেখ করা হয়েছে। এতে প্রায় কুড়ি লক্ষ টাকা ক্ষতি মুখে পড়েছেন তিনি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকসহ ভ’মি অধিগ্রহন শাখায় বারবার ধর্না দিলেও কোন সুরাহা পাননি।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লি.’র নির্বাহী প্রকৌশলী গোলাম রব্বানী বলেন, ফরিদা আক্তারের আবেদনের পরিপ্রেক্ষিতে ভ’মি অধিগ্রহন শাখার সার্ভেয়ার, কানুনগোসহ মেজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়িটি পুরোনো এমনটি আমার জানা থাকলেও ভ’মি অধিগ্রহন সংক্রান্ত সকল বিষয়ের এখতিয়ার জেলা প্রশাসনের। কাজেই এ বিষয়ে সিদ্বান্ত তারাই দিতে পারবেন।
অধিগ্রহন শাখার সার্ভেয়ার আসাদ বলেন, ফরিদা বেগমের বাড়ীটি পুরনো বাড়ী হিসাবে তালিকাভ’ক্ত করার জন্য সুপারিশ করেছি।

এ বিষয়ে জানতে চাইলে সরেজমিনে তদন্তকারী মেজিস্ট্রেট জায়েদ আল হাসান বলেন, কাগজপত্র নিয়ে ফরিদা বেগমকে দেখা করতে বলেন। কানুনগোর সাথে আলোচনা করে দেখি কি করা যায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশীদ সরেজমিনে তদন্তকারী মেজিস্ট্রেট জায়েদ আল হাসান’র সাথে ফরিদা আক্তারকে যোগাযোগের পরামর্শ দিয়ে বলেন, পুরনো বাড়ী নতুন হিসাবে তালিকাভ’ক্ত হওয়ার কথা নয়। ক্ষতিগ্রস্থ ব্যাক্তি আবেদন করলে পুন: পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD