শনিবার, ১০ মে ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
আগৈলঝাড়ায় ১২০টি ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার উপজেলার গৈলা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার সকালে ওই দুজনকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন- সোলায়মান হোসেন ও ফিরোজ হোসেন সোহাগ ভূইয়া।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, গোপন সংবাদে উপজেলার গৈলা বাজারের পূর্ব পাশে আ. রহমান খলিফার নির্মাণাধীন ভবনের সামনের রাস্তায় অভিযান চালানো হয়।
এ সময় গৌরনদী পৌরসভার ৮নং ওয়ার্ড গেরাকুলের বাসিন্দা কোচিং শিক্ষক সোলায়মান হোসেনকে ও উত্তর শিহিপাশা গ্রামের ফিরোজ হোসেন সোহাগ ভূইয়াকে ১২০টি ইয়াবাসহ আটক করা হয়।