শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনের ১৪ দলের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই নির্বাচনে জয় পেলে দেশে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে। তাই প্রস্তুত হোন, নির্বাচনি প্রচার শুরু হলে নৌকা মাথায় নিয়ে মাঠে নামতে হবে।
রোববার বিকালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া (পূর্ব ও পশ্চিম) ১৪ দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাদশা বলেন, ২০৪১ সাল পর্যন্ত বর্তমান সরকার যেন ক্ষমতায় থাকতে পারে, সে ব্যাপারে ১৪ দলের প্রতিটি নেতাকর্মীকে মনোযোগী থাকতে হবে। বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় আনতে হবে।
রাজশাহী সদর আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতিকে নির্বাচিত টানা দুইবারের এই সংসদ সদস্য বলেন, বিএনপি-জামায়াতের রক্তের নেশা এখনও কাটেনি। সুযোগ পেলেই তারা মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকে নিশ্চিহ্ন করে দিতে চায়। তাই তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। কোনোভাবেই তাদের ক্ষমতায় আসার সুযোগ দেয়া যাবে না। ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করব।
সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারও বক্তব্য দেন। তিনি বলেন, নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন মেয়র নির্বাচিত হয়েছেন। তার পাশে সংসদ সদস্য হিসেবে বিএনপি নেতাকে আনা যাবে না। উন্নয়নের শরিক হবেন নৌকা প্রতিকের প্রার্থী। তাই সিটি নির্বাচনে যেভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন সেভাবেই এই নির্বাচনেও নৌকার জন্য কাজ করতে হবে।
নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ডাবলু সরকার আরও বলেন, দশ বছর দল ক্ষমতায়। কিন্তু ২০০৮ সালের নির্বাচনে যদি মহাজোটের প্রার্থী হয়ে ফজলে হোসেন বাদশা বিজয়ী না হতেন তাহলে বাড়িতে রাতে ঘুমাতে পারতাম না। বিএনপি-জামায়াত অগ্নিসংযোগ করত, রগ কেটে দিত। সরকারে থেকেও রাজশাহীতে আমাদের বিরোধীদলের মতো থাকতে হতো। তাই রাজশাহী সদরে আবার ফজলে হোসেন বাদশাকে নির্বাচিত করতে হবে।
সভায় ওয়ার্কার্স পার্টির মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, সম্পাদকম-লীর সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, ন্যাপের জেলার সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, নগর আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন ও জাসদের একাংশের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু সভায় সভাপতিত্ব করেন। বোয়ালিয়া পশ্চিমের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতনের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন সভাপতি আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, বোয়ালিয়া (পূর্ব) সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষসহ বিভিন্ন ওয়ার্ডের ১৪ দলের নেতাকর্মীরা।