শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকার আগুনমুখা নদীতে যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনায় চারদিন পর মো. হারুন হাওলাদার (৩২) নামে আরও এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট দুই জনের মরদেহ উদ্ধার হলো।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে চরকারফারমা সংলগ্ন আগুনমুখা নদী থেকে জেলেদের জালে উঠে আসে মরদেহটি।
মো. হারুন হাওলাদার পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল চালক ছিলেন।
এর আগে বৃহস্পতিবার রাতে পটুয়াখালী উপজেলার ধরান্দি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. আইউব আলীর (২৫) মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। গত সোমবার রাতে আহমেদ এন্টারপ্রাইজের একটি স্পিডবোট কয়েকজন যাত্রী নিয়ে রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া থেকে গলাচিপার পানপট্টি ঘাটে আসছিল। এসময় অপর একটি স্পিডবোটের সঙ্গে সংঘর্ষ হলে একটি স্পিডবোট ডুবে যায়।