বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
পটুয়াখালীর গলাচিপায় ৪০ মণ ঝাটকা ইলিশসহ মাছ ব্যবসায়ী সায়েম হাওলাদারকে (৩৮) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে অভিযান চালিয়ে ঝাটকা জব্দ ও একজনকে আটক করা হয়।
র্যাব-৮ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উলানিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০ মণ ঝাটকা ইলিশসহ মাছ ব্যবসায়ী সায়েম হাওলাদারকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন মাছ ব্যবসায়ীকে বাংলাদেশের দণ্ডবিধি ১৮৮ ধারা মোতাবেক ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। জব্দকরা ঝাটকাগুলো স্থানীয় এতিম খানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।