রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী সামগ্রী উৎপাদনের কারণে দুটি বেকারীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি বেকারী ম্যানেজারকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (১৪ জুন) দুপুরে নগরের পলাশপুর এলাকায় পৃথক দুটি বেকারীতে এ অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিস্ট্রট মো: সাইফুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমান। এরমধ্যে পলাশপুর ব্রীজ এলাকায় আর্য্য ফুড প্রডাক্টস নামক বেকারীতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং হাওলাদার বেকারীতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি হাওলাদার বেকারীর ম্যানেজার বশিরকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রট সাইফুল ইসলাম জানান, উভয় বেকারী নোংরা পরিবেশ, ময়লা ও মাছির উপস্থিতির মধ্য দিয়ে স্বাস্থ্য সম্মত উপায় না মেনে খাদ্য সামগ্রী তৈরি ও প্যাকেটজাত করছিলো। যেটা আইনত দন্ডনীয় অপরাধ। আবার শ্রমিকরা যথাযথ নিয়ম মেনে খাদ্য তৈরী করছিলো না। এ কারনে জেল-জরিমানার পাশাপাশি উভয় বেকারীকে ভবিষ্যতে যথাযথ নিয়ম মেনে খাদ্য উৎপাদনের ব্যাপারে সতর্ক করা হয়।