বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মিতা মন্ডল (১৮) নামের এক গৃহবধুর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে দশটার দিকে পৌর শহরের চিংগুড়িয়া সুভাস চন্দ্র হাওলাদারের ভাড়াটিয়া বাসা থেকে ওই গৃহবধুর মৃতদেহ উদ্ধার করা হয়।
গৃহবধূর স্বামী গৌতম হাওলাদার জানায়, ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে গলায় ওড়না দিয়ে ফাসঁ লাগানো ঝুলন্তবস্থায় স্ত্রীকে দেখতে পান তিনি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, গৃহবধুর আতœহত্যার পিছনে কোন কারন রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা উদঘটন করা যাবে। এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।