বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, প্রথিতযশা প্রবীন সাংবাদিক প্রয়াত রফিক বিশ্বাসের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মিলাদ ও স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইউনিটির মিলনায়তনে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি কবির তালুকদারের সভাপতিত্বে স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক প্রেসক্লাবের সদস্য রফিক বিশ্বাস, প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাস পারভেজ মিঠু, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মিলন সরকার, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, অর্থ সম্পাদক রাসেল কবির মুরাদ, প্রচার সম্পাদক ফরাজী মো. ইমরান প্রমুখ। এসময় রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন ইউনিটির সদস্য ফোরকানুল ইসলাম। এসময় ইউনিটির সাবেক সাধারন সম্পাদক জাহিদ রিপন, সিনিয়র সহ-সভাপতি বুলেট আকনের পিতা সালাম আকন ও ইউনিটির সদস্য সোলায়মান পিন্টুর বাবা আলহাজ্ব শহিদুল্লাহ’র দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে রফিক বিশ্বাস স্মরনে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য, রফিক বিশ্বাস গত ২৪ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত তিনটার দিকে পৌরশহরের মাদ্রাসা সংলগ্ন ছোট ভাইয়ের বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। সে দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
##