বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী দক্ষিন সবুজবাগ এলাকার বাসিন্দা বীর মুক্তিযুদ্ধা,মোঃ জয়নাল আবেদীন (২৯ সেপ্টেম্বর) রাতে ৮ টার সময় ইন্তেকাল করেন।
তিনি আর্মিরর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, চাকুরীকালীন সময় বিভিন্ন জেলায় চাকুরী করেছেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পটুয়াখালী জেলা কমান্ডিং মোঃ হালিম মিয়ার সাথে সহযোদ্ধা হিসেবে ছিরেন। তিনি মৃত্যুকালে ১ ছেলে ৪ কন্যা সন্তান রেখে গেছেন।
তার মৃত্যু খবর শুনে পটুয়াখালী পৌরসভার মেয়র,মোঃ মহিউদ্দিন আহম্মেদ, ৪ নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর( এ্যাড) কাজল বরন দাস, এছাড়া উপস্থিত ছিলেন ছাএলীগ,যুবলীগ শ্রমিকলীগ সহ অঙ্গ সংগঠন। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক বরিশাল সমাচার প্রতিনিধি মোঃহেলাল আহম্মেদ, জাতীয় দৈনিক ঘোষনা পএিকার মোঃ জাফরান হারুন, জাতীয় অভিযোগ পএিকার মোঃ এস আল-আমিন ও সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজ (৩০ সেপ্টেম্বর) সোমবার বাদ জোহর নামাজের পরে বাংলাদেশ সেনাবাহীনী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানান করে পটুয়াখালী জেলার বীর মুক্তিযুদ্ধা ও জেলা কমান্ডার আব্দুল হালিম মিয়া।