বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়খালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ও দুটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। আজ বুধবার ২৮জানুয়ারি উপজেলার কালাইয়া বন্দরে (দুপুর ১টার দিকে) এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের স্থাপনায়।
এতে তুলা ব্যবসায়ী মিলন সিকদারের রান্নাঘর, মেশিনঘর, গোডাউন ও বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। পাশাপাশি আগুনে আরও একটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, এ অগ্নিকাণ্ডে মিলন সিকদারের প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে স্থানীয় জনগণ দ্রুত আগুন নেভানোর কাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মো.আরিফুল ইসলাম বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি