বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহিপুরের ট্রলারের মাঝি হত্যা মামলার প্রধান আসামী সোহেল ফকির’কে গ্রেফতার করেছে র্যাব-৮।
গত ০৪ ডিসেম্বর ২০২৫ইং গভীর রাতে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন পশ্চিম সাজুরা এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে মহিপুরে চাঞ্চল্যকর ট্রলারের মাঝি শহিদুল হত্যার ঘটনায় দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ সোহেল ফকির (৩৪)কে আটক করা হয়েছে।
খোজ নিয়ে জানা যায়, মৃত আমজেদ আলী ফকিরের ছেলে শহিদুল মাঝি তার গ্রামের বাড়ী সাজুরা, থানা মহিপুর জেলা পটুয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত ঘটনার বিবরনে জানা যায়, মামলার বাদী মোঃ রাসেল হাওলাদার (৪০) ভিকটিম মৃত শহিদুল ইসলাম এর ছোট ভাই। ভুক্তভোগী ট্রলারের মাঝি হিসাবে জিবিকা নির্বাহ করতেন।
বিবাদীরা ভিকটিমের পরিচালনাধীন ট্রলারের জেলে জনৈক ইব্রাহিমের কাছে ২,৪০০/- (দুই হাজার চারশত) টাকা পাবে এই মর্মে দাবী করে।
উক্ত টাকার জন্য বাদীর ভাই ভিকটিম শহিদুল ইসলামকে বিবাদীগণ অন্যায়ভাবে চাপ সৃষ্টি করে। ভিকটিম শহিদুল ইসলাম উক্ত ঘটনার কথা স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ কয়েকজন স্বাক্ষীদের এ বিষয় জানায়।
বিবাদীগণ উক্ত বিষয় জানতে পেরে ভিকটিম শহিদুল ইসলামের উপর আরো ক্ষিপ্ত হয়।
ঘটনার দিন ও সময় অর্থাৎ ইং ২৬/০৬/২০২৫ তারিখ ভিকটিম তার বাসস্থান বাজরা আবাসনে তার ঘরের সামনে কাজ করা অবস্থায় ১নং বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়া বাদীর ভাই শহিদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে সজোরে পরপর বারি দিতে থাকে।
ঐ বারি খেয়ে ভিকটিম শহিদুল ইসলাম মাথার ডান পাশে পড়ে প্রচুর রক্তক্ষরন হতে থাকে। এছাড়াও ঘটনার সাথে জড়িত অন্যান্য বিবাদীরা ভিকটিমকে এলোপাথারী ভাবে পিটাইতে থাকে। তখন বাদীর ডাক-চিৎকারে আসেপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভিকটিমকে উদ্ধার করে কুয়াকাটা তুলাতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
পরবর্তীতে ভিকটিমের ছোট ভাই বাদী হয়ে বিবাদীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।উল্লেখ্য অভিযুক্ত সোহেল ফকিরের বিরুদ্ধে মাদকসহ আরো একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
এদিকে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী জেলার মহিপুর থানায় হস্তান্তর করা হয় বলে জানা যায়।
এ বিষয় কোম্পানি অধিনায়ক লিডার রাশেদ বলেন, প্রতিদিনের আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।,