বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী আন্দোলন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বাংলাদেশে যারা পূর্বে ক্ষমতায় ছিলো তারা লুটপাট করেছে, দেশের টাকা বাইরে পাচার করেছে। তারা দেশদ্রোহী।
ইসলামী আন্দোলন কোন দখলবাজ করে নাই, সন্ত্রাসী করে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সব ধর্মের মানুষের জন্য নিরাপদ। রবিবার সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাব সংলগ্ন উপজেলা পরিষদের খেলার মাঠে ইসলামী আন্দোলনের গন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত ৫৩ বছর ঘুরে-ফিরে তারা বাংলাদেশ শাসন করেও মানুষের আকাঙ্খা পুরণ করতে পারে নাই। এই ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের পতন থেকে অন্যান্য দলের শিক্ষা নেওয়া উচিৎ ছিল। কিন্তু অনেকেরই চরিত্র পরিবর্তন হয় নাই।
তা আবারও প্রমান হয়ে গেছে। মানুষ এখন আর বোকা নেই, মানুষ এখন নীতির রাজনীতি ও আদর্শের রাজনীতি পছন্দ করে। আমরা শান্তির রাজনীতি, কল্যাণের রাজনীতি গ্রহন করতে চাই ।
বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনাই, আমরা আশা করছি এখন মানুষ ভোট দিতে পারবে।
>ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুবর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম সহ আরো অনেকে।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় ৮ জন সনাতনধর্মালম্বী সহ ১ হাজার মানুষ ইসলামী আন্দোলনে যোগ দেয়।
এ সময় বক্তারা জুলাই গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশ বিরোধী সকল সড়যন্ত্রসহ ০৯ দফা দাবি বাস্তবায়নের কথা তুলে ধরেন।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
৩০/০৯/২০২৪