বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন
মু. জিল্লুর রহমান জুয়েল (গলাচিপা, পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপায় ঘূর্নিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া -২০১৯ ইং দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রালয়ের অর্থায়নে ও ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) গোলখালী ইউনিয়ন এর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় মো. কুতুব উদ্দিন এর সঞ্চালনায় গোলখালী ইউনিয়নের হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ঘূর্নিঝড় প্রস্তুতি মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (সিপিপি) বরিশাল, আব্দুর রশিদ, গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাশির উদ্দিন, গলাচিপা উপজেলা টিম লিডার আবু হেনা মু. শোয়েব (আশিষ ঢালী)।
এ সময় ঘূর্নিঝড় প্রস্তুতিমূলক বিভিন্ন রকমের প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। উক্ত প্রামান্য চিত্রে সরাসরি শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, এ ধরনের কর্মসূচীর মাধ্যমে ঘূর্নিঝড় প্রস্তুতি মূলক মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও করনীয় সম্পর্কে সাধারন জনগনের মাঝে বিষদভাবে তুলে ধরা হয়েছে। তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান তারই সাথে বিভিন্ন ইউনিয়নে এ ধরনের কর্মসূচী অনুষ্ঠানের আহবান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়নের বিভিন্ন স্তরের নারী-পুরুষ সহ বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মী বৃন্দ প্রমুখ।