রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
বরিশাল সদর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই বারের মনোনয়ন বঞ্চিত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটির সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মঙ্গলবার দুপুর ১টার দিকে তাঁর পক্ষে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি করপোরেশনের কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নঈমুল হাসান লিটু বলেন, স্বতন্ত্র প্রার্থী হতে দলীয় বিধি নিষেধ নেই। তাই উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতামূলক অবাদ-সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সাদিক আব্দুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বরিশাল সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। তবে এ আসনে দ্বিতীয় দফা মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। এর আগে গত সিটি নির্বাচনেও মনোনয়ন বঞ্চিত হন সাদিক আবদুল্লাহ। আর তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সদর আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার গুঞ্জর ওঠে সাদিক আবদুল্লাহকে নিয়ে।