রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
নবায়নযোগ্য জ্বালানি উৎসব ২০২৫: টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে আয়োজন পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান বাউফলে মায়ের সাথে খেলতে গিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু কুয়াকাটায় চলছে ৩দিন ব্যাপী রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শন কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি সড়ক সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ মিছিল বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত-৪ বরিশালে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ বরিশালের জেলা সাব রেজিস্ট্রি অফিসে উৎস করের নির্ধারিত ফি কম নিয়ে দলিল রেজিষ্ট্রেশন করার প্রমান পেয়েছে দুদক কলাপাড়ায় কৃষকদের অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভস্মীভূত
অবরোধের প্রভাব নেই বরিশালে

অবরোধের প্রভাব নেই বরিশালে

Sharing is caring!

অনলাইন ডেক্স:  হরতালের পর একদিন বিরতি দিয়ে তিন দিনের অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি-জামায়াতে ইসলামী। তবে হরতালের পর অবরোধে তেমন কোনো প্রভাব নেই বরিশালে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য দিনের মতোই স্বাভাবিক দিন পার করছেন বরিশালবাসী।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে বরিশাল নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রূপাতলী থেকে অভ্যন্তরীণ সব রুটের সব বাস চলাচল করছে স্বাভাবিক নিয়মে।  যাত্রী কম থাকায় কিছুটা ছন্দপতন ঘটেছে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচলে। যদিও বরিশাল নদীবন্দর থেকে ভোলাসহ সব রুটের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

নৌাযান শ্রমিক নয়ন জানান, সকাল যাত্রীদের চাপ ছিল অভ্যন্তরীণ রুটের লঞ্চগুলোতে, তবে ৯টার দিকে কিছুটা কমেছে।

এদিকে অন্যান্য দিনের মতোই নগরের অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই সাগরদী বাজার, বাংলা বাজার, নতুন বাজার, বটতলা ও চৌমাথা বাজার কেন্দ্রীক সড়কে যানজট দেখা দিয়েছে। যথা নিয়মে দোকানপাট খুলেছেন ব্যবসায়ীরা, অফিস-আদালতের পাশাপাশি শিক্ষা কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

তবে সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ, নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি নগরজুড়ে টহল অব্যাহত রয়েছে। আর কাউকে সন্দেহ হলে তল্লাশিও করা হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নাফিছুর রহমান।

এদিকে সড়ক-মহাসড়কে টহল কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব-৮ এর সদস্যরা। সেই সঙ্গে নগরে সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গেল মধ্যরাতে সোমবার (৩১ অক্টোবর) বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে নগরে মোটরসাইকেল মহড়া দেওয়া হয়েছে। এ সময় বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অবরোধের প্রতিবাদে ও দলের পক্ষে বিভিন্ন স্লোগানও দেন নেতাকর্মীরা।

সোমবার  রাত সোয়া ১২টার দিকে কয়েকশত মোটরসাইকেলে নেতাকর্মীদের নিয়ে এ মহড়া শুরু করেন তিনি। সর্বশেষ রাত দেড়টা পর্যন্ত নগরের বিভিন্ন সড়কের পাশাপাশি বরিশাল-ঢাকা মহাসড়কও প্রদক্ষিণ করছিলেন তারা।

এতে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ব্যতিত, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও, মহানগর-জেলা ছাত্রলীগ এবং শ্রমীকলীগের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার রাতে নগরের পোর্টরোডে নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন মহানগর জামায়াতের নেতারা। তবে এর বাইরে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিএনপি-জামায়াতের কোনো মিছিল বা পিকেটিং করার খবর নগর ও জেলার কোথাও থেকে পাওয়া যায়নি। যদিও সোমবার বিকেল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডজনখানেকের বেশি বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD