বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার হোসেন শেখ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
দেলোয়ার উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী গ্রামের মো. জলিল শেখের ছেলে।
নিহতের ছেলে মো. বাচ্চু শেখ জানান, তার বাবা গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন। রাতে আর ঘরে ফিরে আসেননি। বুধবার সকালে নিজ বাড়ির পাশে মাছের ঘেরের জমিতে বিদ্যুতায়িত হয়ে পরে থাকা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।