বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
এস আল আমিনঃ
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে পটুয়াখালী পৌরসভা শহীদ মিনারে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক সহ সকল সদস্যদের সমন্বয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বাংলা ভাষার দাবিতে প্রাণদানের গৌরবোজ্জ্বল মাতৃভাষা আন্দোলনের আজ ৭১ বছর আজ।মায়ের ভাষার জন্য রক্ত ও প্রাণদানের ইতিহাস জ্বলজ্বল করছে।বিশ্বের বুকে এই অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ।পলাশ- শিমুল ফোঁটার দিনে তাইতো আজ গেয়ে উঠছে মন-আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি?
১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষন করে।এতে কয়েকজন ছাত্র শহীদ হন।তাদের মধ্যে সালাম,বরকত, রফিক,শফিউর,জব্বার অন্যতম।
বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পন কালে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সাথী পত্রিকার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বৈশাখ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান আরিফ সহ জেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।