শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ সভাপতি গোসাই – সম্পাদক বিকাশ।কলাপাড়ায় শ্রীগুরু সঙ্ঘের কমিটি গঠন মহিপুরে নসিমনের নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু তথ্য পরিচালক মনিরুজ্জামানের মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক কলাপাড়ায় আমন মৌসুমে উফসী জাতের ধানের নিবিড়তা বৃদ্ধিকরন শীর্ষক মাঠ দিবস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান বাংলাদেশ প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমকে কারাগারে পাঠিয়েছেন আদালত ঝালকাঠির রাজাপুরে ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়ি ভাঙচুর করা হয়েছে মামলা দিতে থানায় গেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ কলাপাড়ায় পৌর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ কলাপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ কলাপাড়ায় পৌর বিএনপির সাংগঠনিক সমাবেশ কলাপাড়ায় নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত পটুয়াখালীতে (অবঃ) পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় জমি দখলেরঅভিযোগ জিয়া মঞ্চ বাবুগঞ্জ উপজেলার কর্মী সভা অনুষ্ঠিত
বই পায়নি প্রাথমিকের ৬৪ হাজার শিক্ষার্থী 

বই পায়নি প্রাথমিকের ৬৪ হাজার শিক্ষার্থী 

Sharing is caring!

অনলাইন ডেক্স: পহেলা জানুয়ারি দেশব্যাপী বই উৎসব। বছরের প্রথম দিন প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীদের নতুন বই তুলে দেওয়ার কথা থাকলেও বরগুনায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম- এই তিন শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই তুলে দিতে ব্যর্থ হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বরগুনা সদর উপজেলাসহ ছয়টি উপজেলার প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছাড়া কেউ বই পায়নি। ফলে হতাশ হয়ে বাড়ি ফিরেছে ক্ষুদে শিক্ষার্থীরা। শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, নানা সঙ্কটের কারণে এবার বছরের প্রথম দিন সব শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই দেওয়া সম্ভব হয়নি। তবে এক সপ্তাহের মধ্যে সবাইকে বই পৌঁছে দেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, বরগুনা জেলায় মোট সাত’শ ৯৮টি প্রাথমিক বিদ্যলয় রয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১ লাখ ২৯ হাজার ৫৫ শিক্ষার্থী অধ্যায়নরত। এরমধ্যে প্রাক প্রাথমিকে ২২ হাজার ১৩২ জন, প্রথম শেণিতে ২২ হাজার ৫৮৩ ও ২য় শ্রেণিতে ২২ হাজার ৬৯৮ জনসহ তিন শ্রেণিতে মোট ৬৭ হাজার ৪১৩ জন শিক্ষার্থী অধ্যায়নরত।

এছাড়া তৃতীয় শ্রেণিতে ২২ হাজার ৩১৬ জন, চতুর্থ শ্রেণিতে ২১ হাজার ৮৪৬ জন ও ২০ হাজার ৩০২জনসহ ৬৪ হাজার ৪০২ জন শিক্ষার্থী অধ্যায়নরত। এর বাইরেও অন্যান্য ক্যটাগরির বিদ্যালয়ে ১৭ হাজার ৫৪৪ শিক্ষার্থী পড়াশোনা করছে। এরমধ্যে রোববার সকালে প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত তিন শ্রেণির মোট ৬৭ হাজার ৪১৭ শিক্ষার্থীকে বই দেওয়া হয়েছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ৬৪ হাজার ৪০২জন শিক্ষার্থীর কেউই বই পায়নি। বই নেওয়ার জন্য বিদ্যালয়ে অভিভাবকসহ আমন্ত্রণ জানানো হলেও খালি হাতেই ফিরতে হয়েছে ক্ষুদে শিক্ষার্থীদের। ইউটিডিসি মডেল প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই নিতে শিশুদের নিয়ে আসা একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমার সন্তান এবার তৃতীয় শ্রেণিতে উঠেছে। বিদ্যালয়ের শিক্ষকরা শিশুকে নিয়ে স্কুলে আসতে বলেছে নতুন বই দেবে। কিন্ত তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুদের বই না দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। বলা হয়েছে, বই এলে খবর দেওয়া হবে, তখন এসে নিয়ে যাবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা সদর উপজেলায় প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির বই বিতরণ হয়েছে। বামনা উপজেলার সদর ইউনিয়নে কিছু বিদ্যালয়ে সব শ্রেণির শিক্ষার্থীদের বই বিরতণ হয়েছে। বাকি সব ইউনিয়নের বিদ্যালয়ে সদরের মতোই প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির বই বিতরণ হয়েছে। এছাড়া আমতলী উপজেলায় কোনো শ্রেণির বই বিতরণ হয়নি। পাথরঘাটা ও তালতলী উপজেলায় ও প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির বই বিতরণ হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক জানান, মুদ্রন ও কাগজ সঙ্কটের কারণে এ বছর সব বই সময়মত পৌঁছায়নি। যে কারণে সব শিশুকে বছরের প্রথম দিন বই বিতরণ করা সম্ভব হয়নি। তবে এক সপ্তাহের মধ্যে বরগুনা জেলার সব বিদ্যালয়ে বই পৌঁছে দেওয়া হবে। আনুষ্ঠানিকতার কারণে আজ সব উপজেলায় কিছু বই বিতরণ করা হয়েছে।

বরগুনা জেলার প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, বছরের প্রথম দিন আমরা শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে চেষ্টা করেছিলাম। কিন্ত সেটা সম্ভব হয়নি। তবে আমরা শিগগিরই সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD