বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
উদযাপিত হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় ‘শ্মশান দিপালী’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ-অগ্নিসংযোগ বরিশালে প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে ন্যায্যমূল্যের দোকান প্র‍য়াত স্বজনদের স্বরনে কলাপাড়ায় শ্মশান দিপালী উৎসব পালিত আন্দোলন সংগ্রামে নিহতদের জন্য যুবদলের দোয়া মুনাজাত কলাপাড়ায় জাল ফেলাকে কেন্দ্র করে জেলেকে মারধর পটুয়াখালীতে সাবেক আ’লীগ ও বিএনপি করা দুই ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে ১১ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক ৫ জন অনিয়মই যেন নিয়ম চাঁদাবাজির বিরুদ্ধে ইউনিয়ন বি এন পির প্রতিবাদ সমাবেশ গলাচিপায় গনআধিকার পরিষদের সমাবেশে হাজারো মানুষের ঢল কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ‘এইচপিভি’ টিকা প্রদান যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বাউফলে জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত সড়কে নিরাপত্তায় নতুন আইনের দাবি বরিশালে কলাপাড়া পৌরসভার রাজস্ব লুটে নিচ্ছে দুর্বৃত্তরা
বই পায়নি প্রাথমিকের ৬৪ হাজার শিক্ষার্থী 

বই পায়নি প্রাথমিকের ৬৪ হাজার শিক্ষার্থী 

Sharing is caring!

অনলাইন ডেক্স: পহেলা জানুয়ারি দেশব্যাপী বই উৎসব। বছরের প্রথম দিন প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীদের নতুন বই তুলে দেওয়ার কথা থাকলেও বরগুনায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম- এই তিন শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই তুলে দিতে ব্যর্থ হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বরগুনা সদর উপজেলাসহ ছয়টি উপজেলার প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছাড়া কেউ বই পায়নি। ফলে হতাশ হয়ে বাড়ি ফিরেছে ক্ষুদে শিক্ষার্থীরা। শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, নানা সঙ্কটের কারণে এবার বছরের প্রথম দিন সব শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই দেওয়া সম্ভব হয়নি। তবে এক সপ্তাহের মধ্যে সবাইকে বই পৌঁছে দেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, বরগুনা জেলায় মোট সাত’শ ৯৮টি প্রাথমিক বিদ্যলয় রয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১ লাখ ২৯ হাজার ৫৫ শিক্ষার্থী অধ্যায়নরত। এরমধ্যে প্রাক প্রাথমিকে ২২ হাজার ১৩২ জন, প্রথম শেণিতে ২২ হাজার ৫৮৩ ও ২য় শ্রেণিতে ২২ হাজার ৬৯৮ জনসহ তিন শ্রেণিতে মোট ৬৭ হাজার ৪১৩ জন শিক্ষার্থী অধ্যায়নরত।

এছাড়া তৃতীয় শ্রেণিতে ২২ হাজার ৩১৬ জন, চতুর্থ শ্রেণিতে ২১ হাজার ৮৪৬ জন ও ২০ হাজার ৩০২জনসহ ৬৪ হাজার ৪০২ জন শিক্ষার্থী অধ্যায়নরত। এর বাইরেও অন্যান্য ক্যটাগরির বিদ্যালয়ে ১৭ হাজার ৫৪৪ শিক্ষার্থী পড়াশোনা করছে। এরমধ্যে রোববার সকালে প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত তিন শ্রেণির মোট ৬৭ হাজার ৪১৭ শিক্ষার্থীকে বই দেওয়া হয়েছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ৬৪ হাজার ৪০২জন শিক্ষার্থীর কেউই বই পায়নি। বই নেওয়ার জন্য বিদ্যালয়ে অভিভাবকসহ আমন্ত্রণ জানানো হলেও খালি হাতেই ফিরতে হয়েছে ক্ষুদে শিক্ষার্থীদের। ইউটিডিসি মডেল প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই নিতে শিশুদের নিয়ে আসা একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমার সন্তান এবার তৃতীয় শ্রেণিতে উঠেছে। বিদ্যালয়ের শিক্ষকরা শিশুকে নিয়ে স্কুলে আসতে বলেছে নতুন বই দেবে। কিন্ত তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুদের বই না দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। বলা হয়েছে, বই এলে খবর দেওয়া হবে, তখন এসে নিয়ে যাবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা সদর উপজেলায় প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির বই বিতরণ হয়েছে। বামনা উপজেলার সদর ইউনিয়নে কিছু বিদ্যালয়ে সব শ্রেণির শিক্ষার্থীদের বই বিরতণ হয়েছে। বাকি সব ইউনিয়নের বিদ্যালয়ে সদরের মতোই প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির বই বিতরণ হয়েছে। এছাড়া আমতলী উপজেলায় কোনো শ্রেণির বই বিতরণ হয়নি। পাথরঘাটা ও তালতলী উপজেলায় ও প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির বই বিতরণ হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক জানান, মুদ্রন ও কাগজ সঙ্কটের কারণে এ বছর সব বই সময়মত পৌঁছায়নি। যে কারণে সব শিশুকে বছরের প্রথম দিন বই বিতরণ করা সম্ভব হয়নি। তবে এক সপ্তাহের মধ্যে বরগুনা জেলার সব বিদ্যালয়ে বই পৌঁছে দেওয়া হবে। আনুষ্ঠানিকতার কারণে আজ সব উপজেলায় কিছু বই বিতরণ করা হয়েছে।

বরগুনা জেলার প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, বছরের প্রথম দিন আমরা শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে চেষ্টা করেছিলাম। কিন্ত সেটা সম্ভব হয়নি। তবে আমরা শিগগিরই সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD