সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেক্স: বরিশাল নগরের একটি আবাসিক হোটেল থেকে এক জাহাজ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ওই শ্রমিক উজিরপুর উপজেলার হাবিবপুর এলাকার কাসেম মৃধার ছেলে হৃদয় মৃধা (২৩)।
তিনি একটি লাইটার জাহাজের লস্কর ছিলেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান বলেন, রোববার দুপুরে বরিশাল নদীবন্দর সংলগ্ন রোজ হ্যাভেন আবাসিক হোটেলে একটি আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি জানালার গ্রিলের সঙ্গে ঝুলে ছিলো।
তিনি আরো বলেন, মৃত ওই ব্যক্তি শনিবার রোজ হ্যাভেন হোটেলে উঠেছিল এবং রোববার সকাল থেকে তার রুমে কোনো সাড়াশব্দ না পেয়ে থানা পুলিশে খবর দেয় হোটেল কতৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।