বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: বরিশালে র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের সুবর্ণ জয়ন্তী (৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী) উদযাপন করেছেন সংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় নগরির সোহেল চত্বরে দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর শ্রমিক লীগের নেতারা। পরে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে এসময় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর,বিসিসি প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন,জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, রায়পাশা কড়াপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহরিয়ার আহম্মেদ বাবু সহ প্রমূখ।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন নেতারা। র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।