শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিআরইউতে আসবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন গনহত্যা, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে শিক্ষার্থীদের সাইকেল র‍্যালি বরিশাল সদর উপজেলা তাঁতীদলের আলোচনা সভা অনুষ্ঠিত ‘গুম খুনের মাস্টার মাইন্ড হাসিনা ও তারেক সিদ্দিকীর সহযোগী আবদুস সালাম’ নগরীর ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি ধ্বংসের ষড়যন্ত্রে সংবাদ সম্মেলন কলাপাড়ায় বাতিঘর সংগঠনের দেড় হাজার তালের বীজ রোপণ সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারন, কন্টেন্ট ক্রিয়টরের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড সাড়ে চার কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় ১২ গ্রামের ফসলহানির শঙ্কা কলাপাড়ায় নানা আয়োজনে বিশ্বকর্মা পূজা উদযাপিত কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ভুয়া ডাক্তারকে এক মাসের কারাদণ্ড গ্লোবাল উইক অব ক্লাইমেট একশনস’র মানববন্ধন ও সভা কুয়াকাটায় অজ্ঞাত ব্যাক্তির অ/র্ধ/গ/লি/ত ম/র/দে/হ উদ্ধার কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত বরগুনায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
ফেসবুক মেসেঞ্জার হ্যাক করার পর আপত্তিকর ছবি পোস্ট করার হুমকি

ফেসবুক মেসেঞ্জার হ্যাক করার পর আপত্তিকর ছবি পোস্ট করার হুমকি

Sharing is caring!

অনলাইন ডেক্স: ফেসবুক মেসেঞ্জার হ্যাক করার পর আপত্তিকর ছবি পোস্ট করে হুমকি দিয়ে চাঁদা দাবি ও আদায়ের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কম্পিউটার, মোবাইল ফোনসহ যাবতীয় ডিভাইস জব্দ করা হয়েছে।

আটক দুজন হলেন- বরিশাল নগরের মেডিক্যাল কলেজ লেনের বাসিন্দা শাহিন খলিফার ছেলে কাওছার খলিফা (২২) ও সিঅ্যান্ডবি এক নম্বর পুল সংলগ্ন এলাকার বাসিন্দা কামাল হোসেনের ছেলে মাশরাফি হোসেন আপন (২১)।

আটকদের পরিচালিত ‘বরিশাল বিবিকিউ’সহ বিভিন্ন ফেসবুক পেজ রয়েছে।  বরিশাল নগরের বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঘুরতে আসা তরুণ-তরুণীদের ছবি তুলে অশ্লীল মন্তব্য জুড়ে দিয়ে ফেসবুকে পোস্ট করে ছড়িয়ে দেওয়ার মতো একাধিক অভিযোগ তাদের নামে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ‘বরিশাল বিবিকিউ’ নামে ফেসবুক পেজের বিরুদ্ধে ব্লাকমেইল করে তরুণ-তরুণীদের কাছে চাঁদাবাজির অভিযোগ আসছিল থানায়। বিষয়টি নিয়ে খোঁজ খবরও রাখছিল পুলিশ। সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর মারুফা আক্তার নামে এক নারী থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলার সূত্র ধরে সোমবার রাতে অভিযান চালিয়ে কাওছার ও আপনকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা মারুফার ফেসবুক আইডি ও মেসেঞ্জার হ্যাক করে একান্ত ব্যক্তিগত ছবি ‘বরিশাল বিবিকিউ’ নামে ফেসবুক পেজে পোস্ট করে ছড়িয়ে দেয়। এছাড়া এ ফেসবুক পেজ ব্যবহারকারীরা মারুফাকে বিভিন্নভাবে ব্লাকমেইল করা শুরু করেন। তারা ফেসবুকে আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল করার হুমকিও দেন মারুফাকে। পরে মারুফার কাছে মোটা অংকের চাঁদা দাবিও করা হয়। চাঁদার অংশ হিসেবে ১২ হাজার টাকায় ‘এনআইএসপিএপিপি’ নামের একটি ফেসবুক পেজ আসামিদের কিনে দেন মারুফা। এরপর  ব্লাকমেইলিংয়ের হাত থেকে রক্ষা পান তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ফজলুল করিম জানান, ১৯ সেপ্টেম্বর (সোমবার) রাতে প্রথমে কাওছার ও পরে আপনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে কম্পিউটারসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস জব্দ করা হয় এবং আপনের কাছ থেকে তার মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধমূলক কাজের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ‘বরিশাল বিবিকিউ’ নামে ফেসবুক পেজ তারা নিয়ন্ত্রণ করতেন। পেজটি ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে তারা চাঁদাবাজি করতেন। এ পেজের সংশ্লিষ্টদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক ছগির হোসেন বলেন, গ্রেফতার দুইজনকে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। তাদের সাত দিনের রিমান্ড আবেদনও করা হয়েছিল।

আদালতের জিআরও এনামুল হক বলেন, আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, প্রায় গত ছয় মাস আগে থেকেই  ‘বরিশাল বিবিকিউ’ নামের ফেসবুক পেজের অ্যাডমিনের বিরুদ্ধে মানুষকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ ওঠে। আরও বিভিন্ন অভিযোগের পর পেজটি বন্ধ করে দেয় অ্যাডমিন। পরে তারা বিবিকিউটিভি নামে আরেকটি পেজ খুলে তরুণ-তরুণীদের ছবি পোস্ট করে অশ্লীল মন্তব্যে জুড়ে দিয়ে চাঁদাবাজি শুরু করেন। এ অ্যাডমিন ও পেজ সংশ্লিষ্টদেরও বেশ কয়েকটি ফেসবুক গ্রুপ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD