বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার  গলাচিপায় বজ্রপাতে ৫ গরুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলো নিঃস্ব ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মা’কে পেটালেন ছেলে বরিশালে চীনের ১হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ৬ লেইন প্রকল্প বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন চীনের বিশেষায়িত হাসপাতাল ও ৬ লেন রাস্তার দাবীতে কুয়াকাটায় মানববন্ধন নবায়নযোগ্য জ্বালানি উৎসব ২০২৫: টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে আয়োজন পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান বাউফলে মায়ের সাথে খেলতে গিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু কুয়াকাটায় চলছে ৩দিন ব্যাপী রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শন
ফেসবুক মেসেঞ্জার হ্যাক করার পর আপত্তিকর ছবি পোস্ট করার হুমকি

ফেসবুক মেসেঞ্জার হ্যাক করার পর আপত্তিকর ছবি পোস্ট করার হুমকি

Sharing is caring!

অনলাইন ডেক্স: ফেসবুক মেসেঞ্জার হ্যাক করার পর আপত্তিকর ছবি পোস্ট করে হুমকি দিয়ে চাঁদা দাবি ও আদায়ের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কম্পিউটার, মোবাইল ফোনসহ যাবতীয় ডিভাইস জব্দ করা হয়েছে।

আটক দুজন হলেন- বরিশাল নগরের মেডিক্যাল কলেজ লেনের বাসিন্দা শাহিন খলিফার ছেলে কাওছার খলিফা (২২) ও সিঅ্যান্ডবি এক নম্বর পুল সংলগ্ন এলাকার বাসিন্দা কামাল হোসেনের ছেলে মাশরাফি হোসেন আপন (২১)।

আটকদের পরিচালিত ‘বরিশাল বিবিকিউ’সহ বিভিন্ন ফেসবুক পেজ রয়েছে।  বরিশাল নগরের বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঘুরতে আসা তরুণ-তরুণীদের ছবি তুলে অশ্লীল মন্তব্য জুড়ে দিয়ে ফেসবুকে পোস্ট করে ছড়িয়ে দেওয়ার মতো একাধিক অভিযোগ তাদের নামে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ‘বরিশাল বিবিকিউ’ নামে ফেসবুক পেজের বিরুদ্ধে ব্লাকমেইল করে তরুণ-তরুণীদের কাছে চাঁদাবাজির অভিযোগ আসছিল থানায়। বিষয়টি নিয়ে খোঁজ খবরও রাখছিল পুলিশ। সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর মারুফা আক্তার নামে এক নারী থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলার সূত্র ধরে সোমবার রাতে অভিযান চালিয়ে কাওছার ও আপনকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা মারুফার ফেসবুক আইডি ও মেসেঞ্জার হ্যাক করে একান্ত ব্যক্তিগত ছবি ‘বরিশাল বিবিকিউ’ নামে ফেসবুক পেজে পোস্ট করে ছড়িয়ে দেয়। এছাড়া এ ফেসবুক পেজ ব্যবহারকারীরা মারুফাকে বিভিন্নভাবে ব্লাকমেইল করা শুরু করেন। তারা ফেসবুকে আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল করার হুমকিও দেন মারুফাকে। পরে মারুফার কাছে মোটা অংকের চাঁদা দাবিও করা হয়। চাঁদার অংশ হিসেবে ১২ হাজার টাকায় ‘এনআইএসপিএপিপি’ নামের একটি ফেসবুক পেজ আসামিদের কিনে দেন মারুফা। এরপর  ব্লাকমেইলিংয়ের হাত থেকে রক্ষা পান তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ফজলুল করিম জানান, ১৯ সেপ্টেম্বর (সোমবার) রাতে প্রথমে কাওছার ও পরে আপনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে কম্পিউটারসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস জব্দ করা হয় এবং আপনের কাছ থেকে তার মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধমূলক কাজের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ‘বরিশাল বিবিকিউ’ নামে ফেসবুক পেজ তারা নিয়ন্ত্রণ করতেন। পেজটি ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে তারা চাঁদাবাজি করতেন। এ পেজের সংশ্লিষ্টদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক ছগির হোসেন বলেন, গ্রেফতার দুইজনকে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। তাদের সাত দিনের রিমান্ড আবেদনও করা হয়েছিল।

আদালতের জিআরও এনামুল হক বলেন, আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, প্রায় গত ছয় মাস আগে থেকেই  ‘বরিশাল বিবিকিউ’ নামের ফেসবুক পেজের অ্যাডমিনের বিরুদ্ধে মানুষকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ ওঠে। আরও বিভিন্ন অভিযোগের পর পেজটি বন্ধ করে দেয় অ্যাডমিন। পরে তারা বিবিকিউটিভি নামে আরেকটি পেজ খুলে তরুণ-তরুণীদের ছবি পোস্ট করে অশ্লীল মন্তব্যে জুড়ে দিয়ে চাঁদাবাজি শুরু করেন। এ অ্যাডমিন ও পেজ সংশ্লিষ্টদেরও বেশ কয়েকটি ফেসবুক গ্রুপ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD