মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ পটুয়াখালীতে ভূমি দস্যুদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: জব্দ  হলো অবৈধ ভ্যাকু পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র সংগ্রহ তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে হাদী হত্যাকাণ্ড -রহমাতুল্লাহ শহীদ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় শোক: পটুয়াখালী সরকারি জুবিলী স্কুলে উৎসবের ধৃষ্টতা হাদীর মৃত্যু’তে সারাদেশে শোকের ছায়া-পটুয়াখালীতে জামায়াত নেতা আন-নাহিয়ান এর অনুমতিতে কনসার্ট পিপলস রাইট ফাউন্ডেশনের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান নলছিটিতে শোকের মাতম বরিশালে ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা আহত ইসলামিক রিচার্স সেন্টার বাস্তবায়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা নগরীতে ফের মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে সন্ত্রাসী নাক কাটা রুবেল বরিশালে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব র‌্যালি সহ বর্ণাঢ্য অনুষ্ঠান করেছে জামায়াত
ফেসবুক মেসেঞ্জার হ্যাক করার পর আপত্তিকর ছবি পোস্ট করার হুমকি

ফেসবুক মেসেঞ্জার হ্যাক করার পর আপত্তিকর ছবি পোস্ট করার হুমকি

Sharing is caring!

অনলাইন ডেক্স: ফেসবুক মেসেঞ্জার হ্যাক করার পর আপত্তিকর ছবি পোস্ট করে হুমকি দিয়ে চাঁদা দাবি ও আদায়ের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কম্পিউটার, মোবাইল ফোনসহ যাবতীয় ডিভাইস জব্দ করা হয়েছে।

আটক দুজন হলেন- বরিশাল নগরের মেডিক্যাল কলেজ লেনের বাসিন্দা শাহিন খলিফার ছেলে কাওছার খলিফা (২২) ও সিঅ্যান্ডবি এক নম্বর পুল সংলগ্ন এলাকার বাসিন্দা কামাল হোসেনের ছেলে মাশরাফি হোসেন আপন (২১)।

আটকদের পরিচালিত ‘বরিশাল বিবিকিউ’সহ বিভিন্ন ফেসবুক পেজ রয়েছে।  বরিশাল নগরের বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঘুরতে আসা তরুণ-তরুণীদের ছবি তুলে অশ্লীল মন্তব্য জুড়ে দিয়ে ফেসবুকে পোস্ট করে ছড়িয়ে দেওয়ার মতো একাধিক অভিযোগ তাদের নামে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ‘বরিশাল বিবিকিউ’ নামে ফেসবুক পেজের বিরুদ্ধে ব্লাকমেইল করে তরুণ-তরুণীদের কাছে চাঁদাবাজির অভিযোগ আসছিল থানায়। বিষয়টি নিয়ে খোঁজ খবরও রাখছিল পুলিশ। সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর মারুফা আক্তার নামে এক নারী থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলার সূত্র ধরে সোমবার রাতে অভিযান চালিয়ে কাওছার ও আপনকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা মারুফার ফেসবুক আইডি ও মেসেঞ্জার হ্যাক করে একান্ত ব্যক্তিগত ছবি ‘বরিশাল বিবিকিউ’ নামে ফেসবুক পেজে পোস্ট করে ছড়িয়ে দেয়। এছাড়া এ ফেসবুক পেজ ব্যবহারকারীরা মারুফাকে বিভিন্নভাবে ব্লাকমেইল করা শুরু করেন। তারা ফেসবুকে আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল করার হুমকিও দেন মারুফাকে। পরে মারুফার কাছে মোটা অংকের চাঁদা দাবিও করা হয়। চাঁদার অংশ হিসেবে ১২ হাজার টাকায় ‘এনআইএসপিএপিপি’ নামের একটি ফেসবুক পেজ আসামিদের কিনে দেন মারুফা। এরপর  ব্লাকমেইলিংয়ের হাত থেকে রক্ষা পান তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ফজলুল করিম জানান, ১৯ সেপ্টেম্বর (সোমবার) রাতে প্রথমে কাওছার ও পরে আপনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে কম্পিউটারসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস জব্দ করা হয় এবং আপনের কাছ থেকে তার মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধমূলক কাজের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ‘বরিশাল বিবিকিউ’ নামে ফেসবুক পেজ তারা নিয়ন্ত্রণ করতেন। পেজটি ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে তারা চাঁদাবাজি করতেন। এ পেজের সংশ্লিষ্টদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক ছগির হোসেন বলেন, গ্রেফতার দুইজনকে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। তাদের সাত দিনের রিমান্ড আবেদনও করা হয়েছিল।

আদালতের জিআরও এনামুল হক বলেন, আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, প্রায় গত ছয় মাস আগে থেকেই  ‘বরিশাল বিবিকিউ’ নামের ফেসবুক পেজের অ্যাডমিনের বিরুদ্ধে মানুষকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ ওঠে। আরও বিভিন্ন অভিযোগের পর পেজটি বন্ধ করে দেয় অ্যাডমিন। পরে তারা বিবিকিউটিভি নামে আরেকটি পেজ খুলে তরুণ-তরুণীদের ছবি পোস্ট করে অশ্লীল মন্তব্যে জুড়ে দিয়ে চাঁদাবাজি শুরু করেন। এ অ্যাডমিন ও পেজ সংশ্লিষ্টদেরও বেশ কয়েকটি ফেসবুক গ্রুপ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD