রবিবার, ২৭ Jul ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বেড়িবাঁধে সবুজ বেষ্টনী প্রকল্পের গাছ কেটে পাউবো’র যায়গায় দোকান ঘর নির্মাণ’র অভিযোগ দুমকিতে সরকারি ডাক্তার এনামুল হক কর্তৃক রুগীর স্বজনকে হুমকি প্রদানে থানায় অভিযোগ টেকসই বাধের অভাবে চরাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দি লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল।।পায়রা সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে জোয়ারে ভেসে যাচ্ছিল পর্যটক, উদ্ধার করলো জেলেরা অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন তারেক আল ইমরান বাউফলে অসাধু ব্যবসায়ীর কবলে বিলুপ্ত হচ্ছে দেশি প্রজাতির মাছ চাঁদাবাজির টাকা নয় সৎ পথে উপার্জিত অর্থ দান করলেন মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় ক্ষতিকারক সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ জানাতে সম্প্রদায় বিষয়ক সংলাপ বৃষ্টি উপেক্ষা করে কলাপাড়ায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা ইউএনওর বদলির খবরে কুয়াকাটায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল কলাপাড়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম এর পঞ্চম মৃত্যু বাষিকী পালিত বরিশালে দিনে দুপুরে বাসা থেকে মোটরসাইকেল চুরি কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত
ফেসবুক মেসেঞ্জার হ্যাক করার পর আপত্তিকর ছবি পোস্ট করার হুমকি

ফেসবুক মেসেঞ্জার হ্যাক করার পর আপত্তিকর ছবি পোস্ট করার হুমকি

Sharing is caring!

অনলাইন ডেক্স: ফেসবুক মেসেঞ্জার হ্যাক করার পর আপত্তিকর ছবি পোস্ট করে হুমকি দিয়ে চাঁদা দাবি ও আদায়ের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কম্পিউটার, মোবাইল ফোনসহ যাবতীয় ডিভাইস জব্দ করা হয়েছে।

আটক দুজন হলেন- বরিশাল নগরের মেডিক্যাল কলেজ লেনের বাসিন্দা শাহিন খলিফার ছেলে কাওছার খলিফা (২২) ও সিঅ্যান্ডবি এক নম্বর পুল সংলগ্ন এলাকার বাসিন্দা কামাল হোসেনের ছেলে মাশরাফি হোসেন আপন (২১)।

আটকদের পরিচালিত ‘বরিশাল বিবিকিউ’সহ বিভিন্ন ফেসবুক পেজ রয়েছে।  বরিশাল নগরের বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঘুরতে আসা তরুণ-তরুণীদের ছবি তুলে অশ্লীল মন্তব্য জুড়ে দিয়ে ফেসবুকে পোস্ট করে ছড়িয়ে দেওয়ার মতো একাধিক অভিযোগ তাদের নামে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ‘বরিশাল বিবিকিউ’ নামে ফেসবুক পেজের বিরুদ্ধে ব্লাকমেইল করে তরুণ-তরুণীদের কাছে চাঁদাবাজির অভিযোগ আসছিল থানায়। বিষয়টি নিয়ে খোঁজ খবরও রাখছিল পুলিশ। সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর মারুফা আক্তার নামে এক নারী থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলার সূত্র ধরে সোমবার রাতে অভিযান চালিয়ে কাওছার ও আপনকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা মারুফার ফেসবুক আইডি ও মেসেঞ্জার হ্যাক করে একান্ত ব্যক্তিগত ছবি ‘বরিশাল বিবিকিউ’ নামে ফেসবুক পেজে পোস্ট করে ছড়িয়ে দেয়। এছাড়া এ ফেসবুক পেজ ব্যবহারকারীরা মারুফাকে বিভিন্নভাবে ব্লাকমেইল করা শুরু করেন। তারা ফেসবুকে আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল করার হুমকিও দেন মারুফাকে। পরে মারুফার কাছে মোটা অংকের চাঁদা দাবিও করা হয়। চাঁদার অংশ হিসেবে ১২ হাজার টাকায় ‘এনআইএসপিএপিপি’ নামের একটি ফেসবুক পেজ আসামিদের কিনে দেন মারুফা। এরপর  ব্লাকমেইলিংয়ের হাত থেকে রক্ষা পান তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ফজলুল করিম জানান, ১৯ সেপ্টেম্বর (সোমবার) রাতে প্রথমে কাওছার ও পরে আপনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে কম্পিউটারসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস জব্দ করা হয় এবং আপনের কাছ থেকে তার মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধমূলক কাজের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ‘বরিশাল বিবিকিউ’ নামে ফেসবুক পেজ তারা নিয়ন্ত্রণ করতেন। পেজটি ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে তারা চাঁদাবাজি করতেন। এ পেজের সংশ্লিষ্টদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক ছগির হোসেন বলেন, গ্রেফতার দুইজনকে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। তাদের সাত দিনের রিমান্ড আবেদনও করা হয়েছিল।

আদালতের জিআরও এনামুল হক বলেন, আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, প্রায় গত ছয় মাস আগে থেকেই  ‘বরিশাল বিবিকিউ’ নামের ফেসবুক পেজের অ্যাডমিনের বিরুদ্ধে মানুষকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ ওঠে। আরও বিভিন্ন অভিযোগের পর পেজটি বন্ধ করে দেয় অ্যাডমিন। পরে তারা বিবিকিউটিভি নামে আরেকটি পেজ খুলে তরুণ-তরুণীদের ছবি পোস্ট করে অশ্লীল মন্তব্যে জুড়ে দিয়ে চাঁদাবাজি শুরু করেন। এ অ্যাডমিন ও পেজ সংশ্লিষ্টদেরও বেশ কয়েকটি ফেসবুক গ্রুপ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD