মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: নারায়ণগঞ্জের বন্দরে ফেরদাউস(২১)নামে এক মিশুক চালকের জবাই করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
১২ সেপ্টেম্বর সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকার মঞ্জু মেম্বারের বালুর মাঠ থেকে উদ্ধার করা হয়। নিহত ফেরদাউস একই ইউনিয়নের শুভকরদী জাহাঙ্গীরনগর গ্রামের পিঠা বিক্রেতা নজরুল ইসলামের ছেলে। নিহতের পারিবারিক সূত্র জানায়,ফেরদাউস প্রতিদিনের ন্যায় ১১সেপ্টেম্বর রাত ৯টায় স্থানীয় চান মিয়ার মিশুক ভাড়া নিয়ে বের হয়।
এরপর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে (রাতে যে কোন সময়ে) ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার পর মিশুকটি নিয়ে যায়। ১২সেপ্টেম্বর লোকমুখে খবর পেয়ে নিহতের স্বজনরা ফেরদাউসের লাশ শনাক্ত করে। এ ঘটনায় বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শণ করেছে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে বন্দর থানা অফিসার ইনচার্জ জানান,এটি একটি নৃশংস হত্যাকান্ড। যারাই এই হত্যাকান্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত শনাক্তপূর্বক গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত ফেরদৌস ছিলেন ২ বোন ১ভাইয়ের মধ্যে মেঝো।