রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
নবায়নযোগ্য জ্বালানি উৎসব ২০২৫: টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে আয়োজন পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান বাউফলে মায়ের সাথে খেলতে গিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু কুয়াকাটায় চলছে ৩দিন ব্যাপী রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শন কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি সড়ক সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ মিছিল বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত-৪ বরিশালে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ বরিশালের জেলা সাব রেজিস্ট্রি অফিসে উৎস করের নির্ধারিত ফি কম নিয়ে দলিল রেজিষ্ট্রেশন করার প্রমান পেয়েছে দুদক কলাপাড়ায় কৃষকদের অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভস্মীভূত

স্মারকলিপি প্রদান

Sharing is caring!

অনলাইন ডেক্স: বেসরকারী মাধ্যমিক পর্যায়ে এস এস সি ভোকেশনাল শিক্ষাক্রমে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের পেশাগত বহুবিধ সমস্যা সমাধানের দাবীতে কারিগরি শিক্ষা অধিদপ্তর আঞ্চলিক পরিচালক বরিশালের মাধ্যমে ভোকেশনাল শিক্ষক সমিতি বরিশাল বিভাগের পক্ষ থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. ওমর ফারুকের নিকট মঙ্গলবার সকালে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মো. শওকত আলী মিয়ার নেতৃত্বে শতাধিক শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালী সহকারে অংশগ্রহণ করেন ।

আয়োজিত র‍্যালীতে উপস্থিত ছিলেন ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটি বরিশাল অঞ্চলের সহ সভাপতি মো. শাহাবুদ্দিন খান ,  ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটি বরিশাল অঞ্চলের সহ সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান ,  ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দীন ,  ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন , ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ বরিশাল অঞ্চলের সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন ,  ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ বরিশাল অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক ,  ভোকেশনাল শিক্ষক সমিতি বরিশাল জেলার সভাপতি মো. মাহবুবুর রহমান ,  ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ বরিশাল জেলার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

মানবসম্পদের দক্ষতা উন্নয়ন সহ দেশের টেকসই অগ্রগতি অর্জনের মাধ্যমে বিশ্বব্যাপী চতুর্থ শিল্প বিপ্লবের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিহার্য । যার ফলশ্রুতিতে দেশব্যাপী বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত বিশ সহস্রাধিক শিক্ষকের প্রতিনিধিত্বকারী সংগঠন ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার প্রদান করে দেশের উন্নয়ন এবং অগ্রগতি ত্বরান্বিত করার সুস্পষ্ট নির্দেশনা বাস্তবায়নে ভোকেশনাল শিক্ষাক্রমে বিরাজমান বহুবিধ সমস্যা সমাধানের জন্য সুনির্দিষ্ট দাবীসমূহ স্বারকলিপির মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. ওমর ফারুকের নিকট পেশ করা হয় ।  যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলো

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ন্যায় সমগ্র চাকুরী জীবনে দুই বার বেতন গ্রেড পরিবর্তনের সুযোগ। কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে প্রথম উচ্চতর স্কেল কার্যকর করা হলেও দ্বিতীয় উচ্চতর স্কেল অজানা কারনে আলোর মুখ দেখছেনা। ফলে নায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মচারীগণ । বর্তমানে এই সেক্টরের শিক্ষক কর্মচারীদের এমপিওভূক্তির আবেদন সংশ্লিষ্ট কার্যালয়ে বিবেচনাধীন থাকায় চরম আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলেও অভিযোগ জানানো হয় । বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ে চালুকৃত এস এস সি ভোকেশনাল শিক্ষাক্রমে ২০৪১ সালের মধ্যে শিক্ষার্থী ভর্তির হার ষাট ভাগে উন্নীতকরণের সরকারী মহাপরিকল্পনা বাস্তবায়নে অবকাঠামোগত সুযোগ সুবিধা সহ পর্যাপ্ত ল্যাব ওয়ার্কশপ এবং ব্যবহারিক পাঠদান ফলপ্রসূ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা । এ ছাড়াও সংযুক্ত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদের সৃষ্টি এবং বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ সংশোধন করে ট্রেড ইনস্ট্রাক্টরদের প্রধান শিক্ষক অথবা সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্তি নিশ্চিতকরণ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD